জামশেদপুর ম্যাচের আগে যথেষ্ট ব্যাকফুটে কেরালা

চলতি ফুটবল মরসুমের শুরুটা খুব একটা ভালো হয়নি কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters)। ইভান ভুকোমানোভিচের পরিবর্তে সুইডিশ কোচ মিকেল স্ট্যাহরের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হলেও…

Kerala Blasters fan girl

চলতি ফুটবল মরসুমের শুরুটা খুব একটা ভালো হয়নি কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters)। ইভান ভুকোমানোভিচের পরিবর্তে সুইডিশ কোচ মিকেল স্ট্যাহরের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হলেও খুব একটা ভালো পারফরম্যান্স হয়নি দলের। ম্যাচ হেরেই ইন্ডিয়ান সুপার লিগ শুরু করেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। পরবর্তীতে জয়ের মুখ দেখলেও সেটা বজায় রাখা সম্ভব হয়নি। টানা পরাজিত হতে হয়েছে বেশ কয়েকটি ম্যাচ। যারফলে প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলে। একটা সময় প্রথম ছয়ে সুযোগ করে নিলেও বর্তমানে অনেকটাই নেমে আসতে হয়েছে কেরালা ব্লাস্টার্সকে।

এমন হতাশাজনক পারফরম্যান্সের দরুন গত কয়েক সপ্তাহ আগেই ছাঁটাই করা হয় সুইডিশ কোচ মিকেল স্ট্যাহরে সহ তাঁর সাপোর্টিং স্টাফেদের। যারফলে এখন রিজার্ভ দলের হাতেই রয়েছে দলের দায়িত্ব। বর্তমানে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে আইএসএলের দশ নম্বরে রয়েছে দক্ষিণের এই ফুটবল দল। সেখান থেকেই এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। পূর্বে অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে এগিয়ে থেকে ও আসেনি জয়। সেই নিয়ে যথেষ্ট ছিল সমর্থকরা। তবে গত ম্যাচে অনায়াসেই তাঁরা পরাজিত করেছে মহামেডান স্পোর্টিং ক্লাবকে।

   

সেই জয়ের ধারা বজায় রাখাই প্রধান লক্ষ্য আলেকজান্ডার কোয়েফদের। নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার সন্ধ্যায় অ্যাওয়ে ম্যাচে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির বিপক্ষে খেলতে নামছে কেরালা। মহামেডান ম্যাচের পর এই ম্যাচ জিতে আসতে বদ্ধপরিকর দলের ফুটবলাররা। কিন্তু এক্ষেত্রে সকলকে চিন্তায় রাখছে ফুটবলারদের কার্ড সমস্যা। হিসাব অনুযায়ী দেখলে এখনও পর্যন্ত একাধিক হলুদ কার্ড দেখে ফেলেছেন আদ্রিয়ান লুনা থেকে শুরু করে নওচা সিং, ডানিশ ফারুক এবং ফ্রেডি লালাওমাওমার মতো ফুটবলাররা।

যারফলে আজকের ম্যাচে হলুদ কার্ড দেখলে আগামী পাঞ্জাব ম্যাচে খেলতে পারবেন না এই ফুটবলাররা। তাই সবদিক মাথায় রেখেই আজ ম্যাচ খেলতে হবে নোয়া সাদাউদের। বলাবাহুল্য, মরসুমের শুরুতে ঘরের মাঠে এই পাঞ্জাবের কাছে পরাজিত হতে হয়েছিল কেরালা ব্লাস্টার্সকে। এবার বদলা নেওয়ার লক্ষ্য থাকবে সকলের।