বিনামূল্যে কিভাবে হায়দরাবাদ ম্যাচ দেখতে পারবে বাগান জনতা? জানুন বিস্তারিত

গত ১৪ই ডিসেম্বর ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। সেই ম্যাচে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে…

Mohun Bagan SG Fans Protest Against National Flag Disrespect

গত ১৪ই ডিসেম্বর ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। সেই ম্যাচে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছিল ময়দানের এই প্রধান। ফুটবলারদের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে খুশি করেছিল দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjiv Goenka)। তারপর মাঠ ছাড়া সময় সমর্থকদের জন্য সুখবর দিয়ে গিয়েছিলেন তিনি। সেই অনুযায়ী আগামী বিনা টিকিটে পরবর্তী হোম ম্যাচ দেখতে পারবে আপামর বাগান জনতা। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২রা জানুয়ারি পরবর্তী হোম ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। যেখানে তাঁদের লড়াই করতে হবে দুর্বল হায়দরাবাদের (Hyderabad FC) সঙ্গে।

অস্কার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কী বললেন ডেভিড ?

   

শুক্রবার সন্ধ্যায় এই নিয়েই বিশেষ নির্দেশিকা জারি করল সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। যেখানে বলা হয়েছে “প্রতিশ্রুতি অনুযায়ী ২০২৫ সালে আমাদের প্রথম ম্যাচের টিকিট বিনামূল্যে বিতরণ করা হবে। এক্ষেত্রে পুরোটাই নির্ভর করছে আগে আসার ভিত্তিতে। যতক্ষণ পর্যন্ত স্টক রয়েছে।” আগামী ২৮শে ডিসেম্বর অর্থাৎ শনিবার বিতরণ করা হবে এই ম্যাচের সমস্ত টিকিট। সকাল সাড়ে এগারোটা থেকে শুরু করে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত সময়ের মধ্যে যখন খুশি টিকিট সংগ্রহ করতে পারবেন সবুজ-মেরুন সমর্থকরা।

ইস্টবেঙ্গল হোক হায়দরাবাদ একে অপরকে এক ইঞ্চি জমি না ছাড়ার হুঙ্কার, কী বলছেন তাঁরা?

এক্ষেত্রে মোহনবাগান ক্লাব টেন্টের পাশাপাশি সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনের ৪ নম্বর গেট থেকে বিতরণ করা হবে ম্যাচ টিকিট। প্রত্যেক সমর্থকদের জন্য বরাদ্দ করা হয়েছে মাথাপিছু দুটো করে টিকিট। ম্যানেজমেন্টের এমন ঘোষণায় যথেষ্ট খুশি সমর্থকরা। বলাবাহুল্য, গত গোয়া ম্যাচে অনবদ্য লড়াই করে ও পরাজিত হতে হয়েছিল মেরিনার্সদের। সেই ধাক্কা কাটিয়ে পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য ছিল জোসে মোলিনার ছেলেদের। সেই অনুযায়ী নিজেদের প্রস্তুত করছিলেন সকল ফুটবলাররা।

একী বললেন অস্কার! বছর শেষে নতুন বিদেশি লাল-হলুদ শিবিরে?

বছর শেষে ওডিশার বিরুদ্ধে ড্র করে ‘বিস্ফোরক’ আন্দ্রে চেরনিশভ, কীসের ইঙ্গিত?

তারপর গত শুক্রবার পরবর্তী অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী পাঞ্জাব এফসির মুখোমুখি হয়েছিল সবুজ-মেরুন। একটা সময় পিছিয়ে থাকতে হলেও দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ দলকে গোলের মালা পড়িয়ে সহজ জয় ছিনিয়ে নেয় মোহনবাগান। এবার সেই ধারা বজায় রাখাই প্রধান লক্ষ্য সকলের।