নতুন বছরে মুখ্যমন্ত্রীর গান নিয়ে হবে বিশেষ কনসার্ট! সিলেক্ট ৩২ সং

কলকাতা: তিনি শুধু রাজনীতিবিদ নন, তিনি একজন কবি, লেখক ও চিত্রশিল্পীও বটে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহুমুখী প্রতিভার কথা কারও অজানা নয়৷ এবার তাঁর লেখা এবং…

Bengal Leads in Consumption Growth, Success of Mamata's Projects Confirmed by Central Report!

কলকাতা: তিনি শুধু রাজনীতিবিদ নন, তিনি একজন কবি, লেখক ও চিত্রশিল্পীও বটে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহুমুখী প্রতিভার কথা কারও অজানা নয়৷ এবার তাঁর লেখা এবং সুর করা গান নিয়ে পুরোদস্তুর একটি ‘কনসার্ট’-এর আয়োজন করা হয়েছে৷ খাস কলকাতায় বসবে সেই গানের আসর৷ আগামী ১২ জানুয়ারি, রবিবার কসবার রাজডাঙা খেলার মাঠে শুরু হবে পিঠেপুলি উৎসব। ওই দিনই মমতার লেখা এবং সুর করা গান নিয়ে হবে কনসার্ট৷ প্রায় ৩২টি গান গাওয়া হবে ওই অনুষ্ঠানে৷ ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উদ্যোগে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। (Mamata Banerjee concert Kolkata)

সিলেক্ট ৩২ গান Mamata Banerjee concert Kolkata

মুখ্যমন্ত্রীর লেখা গানের ভাণ্ডার থেকে ৩২টি বেছে নেওয়া হয়েছে এই কনসার্টের জন্য। মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা গান শোনা যাবে বাংলার শিল্পীদের গলায়৷ থাকবেন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, মনোময় ভট্টাচার্যের মতো শিল্পীরা৷ 

   

এ প্রসঙ্গে সুশান্ত বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা বহু গানই গোল্ডেন ডিস্ক পেয়েছে। সেগুলি নিয়েই কনসার্ট করার পরিকল্পনা চলছে।’’ মহালয়ায় প্রকাশিত মুখ্যমন্ত্রীর গান পুজোর মধ্যেই ইউটিউবে মিলিয়ন ভিউয়ার পার করে ফেলেছিল। অনেকের মোবাইলেই তাঁর লেখা ও সুর করা গান বাজে৷  তাঁরা যে সবাই তৃণমূল কমী তেমনটা কিন্তু একেবারেই নয়৷ বহু সাধারণ মানুষ রয়েছেন৷ চলতি বছর একসঙ্গে ৬টি গান রিলিজ করে৷ যার মধ্যে প্রায় সমস্ত গানই হিট করেছে৷ 

যুব দিবসে হবে কনসার্ট Mamata Banerjee concert Kolkata

স্বামী বিবেকানন্দের জন্মদিন অর্থাৎ যুব দিবসে যে কনসার্টের আয়োজন করা হয়েছে, তাতে বহু বিশিষ্ট মানুষ উপস্থিত থাকবেন। সাধারণ মানুষও আসবেন গান গাইতে৷ বলে রাখি, বড়দিন উপলক্ষ্যেও একটি গান রচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা ক্রিসমাস ইভে শোনা গিয়েছে। অ্যাসেই গানটিও কনসার্টে শোনা যাবে৷ 

West Bengal: West Bengal CM Mamata Banerjee’s multifaceted talent shines as a concert featuring her songs is organized in Kolkata. The event, part of the Pithe Puli festival, will showcase 32 of her compositions performed by renowned artists on January 12.