লড়াই শেষ, একসঙ্গে কাজ করতে চলেছেন কার্তিক-করণ, কবে মুক্তি পাবে?

২০২৪ সাল বলিউডের অন্যতম আলোচিত বছর ছিল কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) জন্য। বছরের শুরুতেই একের পর এক হিট ছবি দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছেন এই…

'Tu Meri Main Tera': Kartik Aaryan and Karan Johar Collaborate After Long Break, 2026 Release Confirmed

২০২৪ সাল বলিউডের অন্যতম আলোচিত বছর ছিল কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) জন্য। বছরের শুরুতেই একের পর এক হিট ছবি দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছেন এই সুপারস্টার। তার মধ্যে অন্যতম ছিল ‘ভুলভুলাইয়া ৩’। বর্তমানে কার্তিকের হাতে একাধিক বড় ছবি রয়েছে। সম্প্রতি সামনে এসেছে তার পরবর্তী ছবি নিয়ে ঘোষণা। যা বলিউডের ভক্তদের মধ্যে নতুন উচ্ছ্বাসের সৃষ্টি করেছে।

ছবিটির নাম ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ (Tu Meri Main Tera,Main Tera Tu Meri) । এটি একটি রোমান্টিক কমেডি (Romantic comedy) ফিল্ম। সম্প্রতি এই ছবিটি নিয়ে কার্তিক আরিয়ান (Kartik Aaryan) নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, “এই মামি ছেলেটা সব সময় তার মায়ের দেওয়া শপথ রক্ষা করে! তোমার রে আসছে রুমি”।

   

তবে এই ছবির সবচেয়ে বড় চমক হল দীর্ঘদিন পর আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan) ও করণ জোহর (Karan Johar)। হ্যাঁ ঠিকই শুনছেন। আসলে ২০২১ সালে ‘দোস্তানা 2’ ছবির শুটিং করার সময় করণ ও কার্তিকের মধ্যে মতবিরোধ ঘটে । সে সময় নানা কারণে কার্তিক আরিয়ান ছবিটি থেকে বেরিয়ে যান।

এরপর দীর্ঘদিন একে ওপরের সঙ্গে কোনো কথা বলেননি তারা। এক সময় কার্তিক নিজেই জানান, ‘‘যখন দু’জনের মধ্যে মারামারি হয়, তখন ছোটদের চুপ থাকা উচিত।’’ এরপর ২০২৩ সালে মেলবোর্ন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের সময় তাদের একসঙ্গে দেখা যায়। তখনই জল্পনা শুরু হয় ফের করণের সঙ্গে কাজ করবেন কার্তিক।

‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’(Tu Meri Main Tera,Main Tera Tu Meri) ছবিটি নির্মাণ করছেন ধর্ম প্রোডাকশনের ব্যানারে। ছবিটি ২০২৬ সালে মুক্তি পাবে। এছাড়া, কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) আরও একটি বড় ছবি রয়েছে ‘পতি পাটনি অর ওহ 2’। সম্প্রতি ছবিটির শুটিং শেষ হয়েছে। এই ছবি ২০২৫ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।