কলকাতা: সুপ্রিম কোর্টে ইডি-র মামলায় কিছুটা স্বস্তি পেয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তাঁর জামিনের আবেদনে সাড়া দিয়েছিল শীর্ষ আদালত৷ কিন্তু বছরের শেষে কলকাতা হাই কোর্টে ফের ধাক্কা৷ স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থের জমিনের আবেদন খারিজ করল আদালত৷ পাশাপাশি সুবিরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাঘ্যায়, শান্তি প্রসাদ সিনহা,অশোক কুমার সাহাদের জামিনও খারিজ করা হয়েছে। কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর পর্যবেক্ষণ, ‘যাঁরা সততার সঙ্গে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।’’ (Partha Chatterjee bail rejection)
বেঞ্চের দ্বিমত Partha Chatterjee bail rejection
এই মামলার শুনানি শুরু হয়েছিল বিচারপতি অরিজিত্ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে৷ কিন্তু, এই মামলায় বেঞ্চ দ্বিমত পোষণ করায় মামলাটি চলে যায় বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বিশেষ বেঞ্চে। মঙ্গলবার ছিল শুনানি৷ পার্থ-সহ সকল অভিযুক্তেরই জামিনের আবেদনই খারিজ করে দেন বিচারপতি। ফলে আপাতত জেলমুক্তি হচ্ছে না পার্থদের৷ যদিও কিছুদিন আগে জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। পার্থও বারবার জামিনের আর্জি জানিয়েছেন৷ তব এবারও হল না৷
আদালতের পর্যবেক্ষণ, অভিযুক্তদের জামিন দেওয়া হলে ছাত্রদের উপর অবিচার হবে। একজন মন্ত্রীর পহাড়-প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে এসেছে। তাঁকে জামিনে মুক্ত করা হলে শিক্ষা ব্যবস্থার উপর তার এর প্রভাব পড়বে। সেই যুক্তিতেই মূলত পাঁচজনের জামিন খারিজ করে দেন বিচারপতি চক্রবর্তী।
জামিন দিলেই বিপদ Partha Chatterjee bail rejection
ইডির মামলায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন পার্থ। তবে সিবিআই-এর দায়ের করা মামলায় স্বস্তি পেলেন না। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “কোর্ট বিবেচনা করেই জামিন মঞ্জুর করেনি৷ তাছাড়া কোর্ট জামিন গেবেই বা কেন? ট্রায়াল শেষ হওয়ার আগে জেল থেকে বেরিয়ে এলেই সাক্ষীদের বিরুদ্ধে গুন্ডাবাহিনী লাগিয়ে দেবেন৷’’
ত ২০ নভেম্বর বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ জামিন নিয়ে মতানৈক্যে পৌঁছাতে পারেনি৷ বিচারপতি বন্দ্যোপাধ্যায় ৯ অভিযুক্তের জামিন মঞ্জুর করেছিলেন। কিন্তু বিচারপতি অপূর্ব সিনহা রায় পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক, শান্তিপ্রসাদ সিনহা ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন খারিজ করেন। এর পরেই এই ৫ জনের জামিনের মামলা বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বিশেষ বেঞ্চে স্থানান্তরিত হয়। বিশেষ বেঞ্চেও জামিনের আবেদন খারিজ হয়ে গেল।
West Bengal: Former Bengal minister Partha Chatterjee faced a setback as Kolkata High Court rejected his bail plea in the school recruitment scam. The court also denied bail to other accused. Justice Tapobrata Chakraborty highlighted the betrayal of honest job seekers.