শুক্রবার মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত সিনেমা ‘সন্তান’(Shontaan) । কিন্তু মুক্তির একদিন আগেও দক্ষিণ কলকাতার (South Kolkata) কোনও সিঙ্গল স্ক্রিনে ঠাঁই পেল না এই সিনেমা। বর্তমান সময়ে যখন দক্ষিণের সুপারহিট সিনেমা ‘পুষ্পা ২’ও হলিউডের ব্লকবাস্টার ‘মুফাসা’ প্রেক্ষাগৃহে একচেটিয়া দাপট দেখাচ্ছে। এই সময়ে বাংলা সিনেমাগুলির (Bengali Cinema) জন্য সিঙ্গল স্ক্রিনে শো পাওয়াই হয়ে দাঁড়িয়েছে বড় চ্যালেঞ্জ।
সিঙ্গল স্ক্রিন (Single Screen) প্রেক্ষাগৃহগুলিতে সাধারণত টিকিটের দাম কম থাকে। ফলে সাধারণ দর্শক থেকে মধ্যবিত্ত শ্রেণির মানুষ সেসব হলে সিনেমা দেখতে বেশি আগ্রহী। তাই সিঙ্গল স্ক্রিনে শো না পাওয়া মানেই একটা বড় সংখ্যক দর্শককে হারানোর সম্ভাবনা।
View this post on Instagram
‘সন্তান’(Shontaan) দক্ষিণ কলকাতার (South Kolkata) কোনও সিঙ্গল স্ক্রিনে শো পায়নি। নন্দন বা প্রিয়া প্রেক্ষাগৃহেও এই সিনেমার প্রদর্শনের ব্যবস্থা হয়নি। যদিও উত্তর ও দক্ষিণ কলকাতার বেশ কিছু মাল্টিপ্লেক্সে সিনেমাটির শো রয়েছে, যেমন আইনক্স সাউথ সিটি, আইনক্স কোয়েস্ট মল, পিভিআর মানি স্কোয়ার ইত্যাদি। তবে শুধুমাত্র মাল্টিপ্লেক্সের দর্শকদের উপর নির্ভর করে সিনেমার ব্যবসায়িক সাফল্য নিশ্চিত করা বেশ কঠিন।
‘সন্তান’(Shontaan) -এর গল্প মূলত বাবা-মায়ের প্রতি সন্তানের অবহেলা নিয়ে। মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনয়ে এই সিনেমাটি ইতিমধ্যেই সিনে সমালোচকদের প্রশংসা পেয়েছে। প্রিমিয়ারে উপস্থিত দর্শকরা গল্পের আবেগে ভেসেছেন। শুভশ্রীর আইনজীবীর চরিত্র এবং ঋত্বিকের স্বার্থপর সন্তানের চরিত্র অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে।