বিতর্ক আর উরফি (Urfi javed) যেন পায়ে পায়ে চলে। কখনও খুল্লামখুল্লা ফটোশ্যুট তো কখনও সিডাকটিভ ড্যান্স। সোশ্যাল মিডিয়ায় নিজেকে সার্চ ইঞ্জিনের টপে রাখার সব কলাকুশল তার নখ দর্পনে। তবে এবার শরীরে জালের বদলে সাইবারবাসীর জন্য অন্য ফাঁদ পাতলেন তিনি। হোয়াটসঅ্যাপের একটি মেসেজ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে পাঞ্জাবের এক কাস্টিং ডিরেক্টরের পর্দা ফাঁস করলেন অভিনেত্রী! যা নিয়ে বলিউড জুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।
বিগবস ওটিটি থেকে জনপ্রিয়তার শৃঙ্গে পৌঁছে যাওয়া উরফি জাভেদ পঞ্জাবি কাস্টিং ডিরেক্টরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন। সুন্দরীর কথায়, কাস্টিং ডিরেক্টর ওবেদ আফ্রিদি তাঁর থেকে শরীর চেয়েছিলেন! তাঁর দাবি এমনভাবে অভিনেত্রীদের থেকে যৌনলিপ্সা মিটিয়েই থাকে ডিরেক্টর সাহেব। তবে তাঁর অভিযোগ যে ভিত্তিহীণ নয়, তার পিছনে ইনস্টাগ্রাম স্টোরিজে চ্যাটের স্ক্রিনশট দিয়েছে। শুধু এই নয়। উরফি জাভেদের আরও অভিযোগ করেছেন ওবেদ তাঁকে কাজের জন্য পয়সা দেননি। এমনকি অভিনয়ের সুযোগ পাইয়ে দেওয়ার অছিলায় উরফির সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে চেয়েছিলেন! শুধু তাই নয়, উরফির অভিযোগ নানাভাবে হুমকিও নাকি দিয়েছেন এই পরিচালক।
তবে উরফির অভিযোগকে একেবারেই মিথ্যে বলে দাবি করেছেন অভিযুক্ত কাস্টিং ডিরেক্টর। তাঁর কথায়, উরফি একেবারেই মিথ্যে বলছেন। উরফি শুটিংয়ের নিয়ম না মানায়, তাঁকে প্রোজেক্ট থেকে বাদ দেওয়া হয়। আর তারপরেই এ ধরনের অভিযোগ তুলছেন অভিনেত্রী।
কাস্টিং ডিরেক্টরের এই মন্তব্যকেও চ্যালেঞ্জ জানিয়েছেন উরফি। উর্ফি জাভেদ জানিয়েছেন তিনি আরও পাঁচ অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন তাঁরা একইরকমের অসুবিধার মুখে পড়েছে। এক মহিলাকে মিউজিক ভিডিও-র লিড করার অফার দেওয়া হয়েছিল৷