বাগদান সারলেন শ্বেতা ও রুবেল, কবে বিয়ে হিট জুটির?

কলকাতা: পর্দায় হিট তাঁদের কেমিস্ট্রি৷ রিয়েল লাইফেও নজর কাড়ে তাঁদের জুটি৷ টেলিপাড়ার অন্যতম পাওয়ার কাপল বলাই যায়৷ এবার পরিণতি পেতে চলেছে তাঁদের ভালোবাসা৷ গাঁটছড়া বাঁধতে…

rubel and sweta got engaged

short-samachar

কলকাতা: পর্দায় হিট তাঁদের কেমিস্ট্রি৷ রিয়েল লাইফেও নজর কাড়ে তাঁদের জুটি৷ টেলিপাড়ার অন্যতম পাওয়ার কাপল বলাই যায়৷ এবার পরিণতি পেতে চলেছে তাঁদের ভালোবাসা৷ গাঁটছড়া বাঁধতে চলেছে পর্দার ‘সৃজন’ রুবেল দাস ও তাঁর দীর্ঘদিনের বান্ধবী শ্বেতা ভট্টাচার্য। (rubel and sweta got engaged)

   

‘যমুনা ঢাকি’র সময় থেকেই প্রেম rubel and sweta got engaged

‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সূত্রেই এক অপরের কাছে এসেছিলেন রুবেল ও শ্বেতা৷ ধীরে ধীরে গভীর হয় প্রেম৷ বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করেছেন এই সেলেব জুটি৷ অবশেষে চারহাত এক হওয়ার পালা৷ আগামী বছর জানুয়ারি মাসে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পর্দার ‘বাবু’ ও ‘যমুনা ঢাকি’৷ তাঁর আগে অগ্রহায়নের শেষ লগ্নে আর্শীর্বাদ পর্ব সেরে নিল দুই পরিবার৷ রবিবার দুই বাড়ির বড়দের উপস্থিতিতে সম্পন্ন হল রুবেল ও শ্বেতার আশীর্বাদ৷ সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছে এই সেলিব্রিটি কাপল৷ 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sweta Mou Bhattacharya (@bhattacharya.sweta21)

নীল রঙে সেজেছিলেন দু’জনে rubel and sweta got engaged

আশীর্বাদ উপলক্ষে শ্বেতা ও রুবেল দু’জনেই বেছে নিয়েছিলেন নীল রঙের পোশাক৷ ‘কোন গোপনে মন ভেসেছে’র শ্যামলীকে এদিন দেখা গেল নীল রঙের সিল্কে, তার উপর সোনালি বুটি৷ সঙ্গে হালকা সোনার গয়না। রঙ মিলিয়ে রুবেল সেজেছিলেন নীল রঙের পাঞ্জাবী ও চোস্ত পাজামা।  দু’জনের ঠোঁট জুড়ে ছিল হালকা হাসি৷ কিছুদিন আগে অবশ্য শোনা যাচ্ছিল শ্বেতা-রুবেলের বিয়ের দিন পিচচ্ছে৷ তবে সেই গুঞ্জন উড়িয়ে বাগদান সেরে ফেললেন মিষ্টি এই জুটি৷ 

 

সম্পর্কের শুরুতে দু’জনেই কিছুটা আড়ালেই ছিলেন৷ পরে অবশ্য সবটাই ছিল ওপেল সিক্রেট৷ খুল্লাম-খুল্লা প্রেম করেছেন দু’জনে৷ এখন শুধুই সাত পাকে বাঁধা পড়ার অপেক্ষা৷ জোর কদমে শুরু হয়ে গিয়েছে বিয়ের প্রস্তুতি৷ 

Entertainment: Tollywood stars Rubel Das and Sweta Bhattacharya set to marry in January. The couple, famous for their roles in ‘Jamuna Dhaki,’ celebrated their engagement with family. Love story of the beloved on-screen pair.