Joy Nemo: প্রতি কিলোমিটারে খরচ ১৭ পয়সা, বাজারে এল দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার

ভারতে ইলেকট্রিক স্কুটারের বাজারে ওয়ার্ডউইজার্ড ইনোভেশন (Wardwizard Innovations & Mobility Limited) লঞ্চ করল নতুন ইলেকট্রিক স্কুটার। নাম Joy Nemo। ইন্ট্রোডাক্টরি প্রাইস হিসেবে ই-স্কুটারটির এক্স-শোরুম মূল্য…

Joy Nemo electric scooter launched

ভারতে ইলেকট্রিক স্কুটারের বাজারে ওয়ার্ডউইজার্ড ইনোভেশন (Wardwizard Innovations & Mobility Limited) লঞ্চ করল নতুন ইলেকট্রিক স্কুটার। নাম Joy Nemo। ইন্ট্রোডাক্টরি প্রাইস হিসেবে ই-স্কুটারটির এক্স-শোরুম মূল্য রাখা হয়েছে ৯৯,০০০ টাকা। সংস্থা জানিয়েছে, এই দাম অস্থায়ী এবং ভবিষ্যতে বাড়ানো হতে পারে। Joy Nemo-র বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Joy Nemo: ডিজাইন ও পারফরম্যান্স

Joy Nemo আরামের সঙ্গে শহরের রাস্তায় চলার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এটি লাইটওয়েট কনস্ট্রাকশন এবং ১৫০ কেজি পে-লোড ক্যাপাসিটি নিয়ে এসেছে। স্কুটারটিতে তিনটি রাইডিং মোড রয়েছে—ইকো, স্পোর্ট এবং হাইপার। এর BLDC মোটর ১৫০০ ওয়াট ক্ষমতার এবং ৩-স্পিড মোটর কন্ট্রোলার সহ আসে। Joy Nemo-এর সর্বোচ্চ গতিবেগ ৬৫ কিমি প্রতি ঘণ্টা। স্কুটারটি সিলভার এবং হোয়াইট রঙে পাওয়া যাবে।

   

নতুন অ্যাডভেঞ্চার বাইক আনল কোটিএম, ইঞ্জিনের শক্তি তাক লাগাবে!

ব্যাটারি ও রেঞ্জ

Joy Nemo-তে ব্যবহৃত হয়েছে লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক, যা NMC ইউনিট এবং স্মার্ট BMS (ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম) সহ আসে। এই প্রযুক্তি ব্যাটারি প্যাকের আয়ুষ্কাল এবং পারফরম্যান্স উন্নত করে। ৭২V, ৪০ Ah ক্ষমতাসম্পন্ন ব্যাটারি প্যাকটি ইকো মোডে একবার চার্জে ১৩০ কিমি পর্যন্ত চলতে পারে বলে নির্মাতার দাবি।

সাসপেনশন ও ব্রেকিং

স্কুটারটির সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে ডুয়েল শক অ্যাবজর্বার দেওয়া হয়েছে। ব্রেকিং ব্যবস্থায় সামনের এবং পেছনের চাকায় হাইড্রলিক ডিস্ক ব্রেক বর্তমান। আবার কম্বি-ব্রেকিং সিস্টেম রয়েছে।

আধুনিক ফিচার্স

Joy Nemo-তে আধুনিক প্রযুক্তি ও ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে রয়েছে প্রোজেক্টর হেডল্যাম্প, এলইডি ইউনিট এবং ৫ ইঞ্চি ফুল-কালার TFT ডিসপ্লে। এর স্মার্ট CAN-চালিত ব্যাটারি সিস্টেম অ্যাপের (অ্যান্ড্রয়েড ও iOS) মাধ্যমে রিমোট মনিটরিং, রিয়েল-টাইম ট্র্যাকিং এবং ক্লাউড-কানেক্টেড ডেটা প্রদান করে। স্কুটারটিতে একটি ইউএসবি পোর্ট রয়েছে মোবাইল চার্জ করার জন্য এবং পার্কিং থেকে স্কুটার বের করার জন্য রিভার্স অ্যাসিস্ট ফিচারও রয়েছে।

নির্মাতা জানিয়েছে, Joy Nemo স্কুটারের চলার খরচ প্রতি কিলোমিটারে মাত্র ১৭ পয়সা। এটি এমন একটি ফিচার যা গ্রাহকদের কাছে স্কুটারটিকে আরও আকর্ষণীয় করে তুলবে। প্রসঙ্গত, এই লঞ্চের মাধ্যমে Wardwizard Innovations ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে। স্কুটারটি ভারতীয় গ্রাহকদের জন্য সাশ্রয়ী ও পরিবেশবান্ধব একটি পছন্দ হয়ে উঠতে চলেছে।