ইস্টবেঙ্গল আর্কাইভ প্রদর্শনী শুরু, কোথায় এবং চলবে কত দিন?

ভারতীয় ক্লাব ফুটবলে ইস্টবেঙ্গলের (East Bengal) অবদান অনস্বীকার্য। বছরের পর বছর ধরে দেশের ফুটবল অগ্ৰগতির ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে কলকাতা ময়দানের এই…

East Bengal Archive Exhibition Begins

short-samachar

ভারতীয় ক্লাব ফুটবলে ইস্টবেঙ্গলের (East Bengal) অবদান অনস্বীকার্য। বছরের পর বছর ধরে দেশের ফুটবল অগ্ৰগতির ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে কলকাতা ময়দানের এই প্রধান। দেশের পাশাপাশি বিদেশি ফুটবল ক্লাব গুলির বিপক্ষে ও সহজেই সাফল্য পেয়েছে লাল-হলুদ ব্রিগেড। যা নিঃসন্দেহে সোনার হরফে লেখা রয়েছে ইতিহাসের পাতায়। এই সমস্ত কিছু নিয়েই আর্টস ফেস্টিভ্যালের অংশ হিসেবে আজ থেকেই কেসিসির বুকে শুরু হয়ে গেল ইস্টবেঙ্গলের আর্কাইভ প্রদর্শনী। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাল-হলুদের বর্তমান কোচ অস্কার ব্রুজন‌‌‌ থেকে শুরু করে একাধিক ফুটবলাররা।

   

যাদের মধ্যে ছিলেন দলের অধিনায়ক ক্লেটন সিলভা থেকে শুরু করে হিজাজি মাহের এবং সায়ন ব্যানার্জির মতো ফুটবলাররা। এছাড়াও লাল-হলুদের প্রাক্তন তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রাক্তন অধিনায়ক মনোরঞ্জন ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত থাকতে দেখা গিয়েছিল ইমামি কর্তা বিভাস বর্ধন আগরওয়াল সহ সঙ্গীত শিল্পী মানোময় ভট্টাচার্য। তাঁদের উপস্থিতিতেই অনুষ্ঠানের সূচনা। সেখানেই আজ বিবিধ অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবের অতীতের স্মৃতিচারণ করার পাশাপাশি বর্তমান ও ভবিষ্যতের পরিকল্পনার কথা উঠে আসে।

East Bengal Archive Exhibition Begins

তবে শুধুমাত্র এই একদিন নয়। আপামর লাল-হলুদ জনতার কথা মাথায় রেখে কেসিসি এই আর্কাইভ প্রদর্শনী চলবে আগামী ২২শে ডিসেম্বর পর্যন্ত। দুপুর বারোটা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। যারফলে নিজেদের সুবিধের মতো সময় করে এই প্রদর্শনীতে যেতে পারবেন সমর্থকরা। বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি এই অনুষ্ঠানের দিকেই নজর রয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের। বলাবাহুল্য, চলতি মরসুমের শুরুটা খুব একটা ভালো না হলেও অস্কার ব্রুজনের দায়িত্ব গ্ৰহণের পর থেকেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে ময়দানের এই প্রধান।

তাঁর তত্ত্বাবধানেই এএফসি চ্যালেঞ্জ লিগের গ্ৰুপ পর্বে অনবদ্য পারফরম্যান্স করেছে এই দল। পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগে টানা দুইটি ম্যাচে জয় পেয়েছিল ময়দানের এই প্রধান। গত ম্যাচে ওডিশা এফসির বিপক্ষে পরাজিত হতে হলেও সেই হতাশা ভুলে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোই প্রধান লক্ষ্য লাল-হলুদ ফুটবলারদের।