আরজি কর কাণ্ডে জামিন সন্দীপের, সিজিও অভিযানের ডাক জুনিয়র চিকিৎসকদের

শুক্রবার আরজি করে চিকিৎসক তরুণীর ধর্ষণ-খুনের মামলায় (RG Kar Protest) তথ্য প্রমাণ লোপাটের দাবিতে গ্রেফতার হওয়া সন্দীপ-অভিজিতের জামিন নিয়ে ‘হতাশা’ তৈরী হয়েছে বিভিন্ন মহলে। আর…

RG Kar Protest: Bail granted to Sandeep in RG Kar case, junior doctors call for CGO protest

শুক্রবার আরজি করে চিকিৎসক তরুণীর ধর্ষণ-খুনের মামলায় (RG Kar Protest) তথ্য প্রমাণ লোপাটের দাবিতে গ্রেফতার হওয়া সন্দীপ-অভিজিতের জামিন নিয়ে ‘হতাশা’ তৈরী হয়েছে বিভিন্ন মহলে। আর আজকের এই জামিনের পর দমে না গিয়ে আরও বড় ধরণের আন্দোলনে নামার বার্তা দিলেন জুনিয়র চিকিৎসকরা। এর জন্য শুক্রবার সার্ভিস ডক্টর্স ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ ডিসেম্বর অর্থাৎ শনিবারই সিবিআই দফতর ঘেরাও অভিযানে নামবে তাঁরা।

তবে শুক্রবার সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলের জামিন প্রসঙ্গে নানাভাবে হত্যাহা প্রকাশ করেছেন জুনিয়র চিকিৎসকরা। আরজি করের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেছেন, “কোথায় বিচার চাইবে সাধারণ মানুষ, সেই প্রশ্ন উঠে যায়। তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে প্রশ্ন উঠেছে। তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে ওই দু’জনের বিরুদ্ধে। তারপর যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন?”

   

এদিকে জামিন মঞ্জুরের বিষয়টি নিয়ে সেই কলেজের আরেক জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়া বলেছেন, “ওই বিষয়টি আদালতের বিষয়। বিচারব্যবস্থার ব্যাপার। আমদের কিছু বলার নেই। কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমাদের মধ্যে হতাশা এবং ক্ষোভ বাড়ছে। আমাদের ভরসা ছিল, প্রত্যেকটি তদন্তকারী দলের উপর। যাতে সঠিকভাবে তদন্ত হয়, সেদিকে জোর দিয়েছিলাম। আমরা আবার প্রতিবাদে নামব।”

শুধু তাই নয়, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের জামিন প্রসঙ্গে তিনি হতাশার সুরে জানিয়েছেন, “এত আন্দোলনের পর এই নির্দেশ সত্যিই হতাশার। শুধু চিকিৎসকদের জন্য নয়, সারা বাংলার যে সমস্ত মানুষ আরজি করের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন, এখনও প্রতিবাদ করছেন, তাঁদের প্রত্যেকের কাছে হতাশা এবং ক্ষোভের বিষয় এটা। যাঁরা অন্যায়কে অন্যায় বলেছেন, যাঁরা পথে নেমেছিলেন, তাঁরা আজ হতাশ।

সিবিআই ৯০ দিনের মধ্যে একটি ঘটনার চার্জশিট দিতে পারল না এবং তাদের পক্ষ থেকে বলা হল আরও সময় লাগবে! এত সময় নিয়েও যখন তারা চার্জশিট দাখিল করতে পারল না, তখন সেটা নিয়ে প্রশ্ন ওঠেই।” অন্যদিকে আরেক চিকিৎসক সজল বিশ্বাস জানিয়েছেন, “এঁরা যেভাবে জামিন পেলেন, তাতে আমরা ক্ষুব্ধ এবং হতবাক। এঁদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে।

সিবিআই তাঁদের গ্রেফতার করল। অথচ তাঁদের বিরুদ্ধে ৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে পারল না। এটা গাফিলতি নয়, আমরা মনে করি এটা উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা। আমরা শনিবার সিবিআই দফতরে অভিযানে যাব।” তবে এবারই প্রথম নয়। এর আগেও আরজি করের জুনিয়র চিকিৎসকের ধর্ষণ-খুনের বিচারের দাবিতে ও প্রতিবাদে বারবার রাজপথে নেমে আন্দোলন করেছেন জুনিয়র চিকিৎসকরা।

সিজিও কমপ্লেক্স ঘেরাও থেকে শুরু করে লালাবাজার অভিযানের মতো একের পর কর্মসূচির পাশাপাশি দীর্ঘদিন অনশন চালিয়েছেন তাঁরা। তবে শুধু জুনিয়র চিকিৎসকরা নয়, এর পাশাপাশি রাজপথে তাঁদের সঙ্গে পা মিলিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের গণ্যমান্য ব্যক্তিরাও। কিন্তু আজকে চিকিৎসক তরুণীর ধর্ষণ-খুনে তথ্য প্রমাণ লোপাটের মামলায় এই দুই অভিযুক্তের জামিনের পর ফের একবার রাজপথে নেমে প্রতিবাদের জন্য ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা।

RG Kar Protest: On Friday, the bail granted to Sandeep Ghosh and Abhijit Mondal, accused in the RG Kar Medical rape and murder case, has caused “disappointment” among various groups due to the charges of tampering with evidence. Despite this, junior doctors have announced their intent to escalate the protest. The Service Doctors’ Forum has announced plans to surround the CBI office on December 14, Saturday, as part of a larger protest movement.