জয়পুর: সব প্রচেষ্টা ব্যর্থ৷ প্রায় ৫৫ ঘণ্টা অভিযান চালিয়েও গভীর কূপ থেকে জীবিত উদ্ধার করা গেল না পাঁচ বছরের শিশুটিকে৷ রাজস্থানের দৌসায় গভীর কূপে পড়ে গিয়েছিল সে৷ তাকে জীবিত উদ্ধার করার চেষ্টা করেছিলেন উদ্ধারকারীরা৷ কিন্তু তা সম্ভব হল না৷ অভিযান শেষে তাঁরা কূপ থেকে বার করে আনেন আরিয়ান নামে ওই শিশুটির নিথর দেহ৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষা করেন৷ (Child rescue mission in Rajasthan)
সোমবার দুপুর দুর্ঘটনা Child rescue mission in Rajasthan
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর ৩টে নাগাদ খেলতে খেলতে আচমকাই ১৫০ ফুট গভীর কূপে পড়ে যায় আরিয়ান। তড়ঘড়ি তাকে ওই গভীর কূপ থেকে বার করে আনার চেষ্টা শুরু করেন উদ্ধারকারী দলের সদস্যরা৷ মিশন শুরু করেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দল (এনডিআরএফ) এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দল (এসডিআরএফ)-এর সদস্যেরা। সবার আগে একটি পাইপের সাহায্যে অন্ধকার কূপে আটকে পড়া শিশুটির কাছে অক্সিজেন পাঠানোর বন্দোবস্ত করেন তাঁরা৷ তার পর শুরু হয় মাটি কাটার কাজ।
শুরু থেকেই বিঘ্ন Child rescue mission in Rajasthan
তবে প্রথম থেকেই উদ্ধারকাজে বেগ পেতে হয় উদ্ধারকারীদের। শুরুতেই বিগড়ে যায় মাটি কাটার মেশিন৷ বেশ কিছু ক্ষণের জন্য বন্ধ হয়ে যায়৷ সব ঠিকঠাক করার পর শিশুটির কাছে দ্রুত পৌঁছতে ওই কূপের পাশে সমান্তরাল ভাবে আরও একটি কূপ খননের কাজ শুরু করা হয়। কিন্তু খননকার্য চলার সময় পাশে স্তূপ করে রাখে মাটির কিছু অংশ ওই শিশুর মাথায় পড়তে শুরু করে। এই অবস্থায় শিশুটিকে বাঁচাতে দড়ি বেঁধে তাকে উপরে তুলে আনার উদ্যোগ নেওয়া হয়।রবিবার রাতে আরিয়ানকে কূপ থেকে বার করে আনার চেষ্টা চলছিল, তখনই দেখা যায় সে অচৈতন্য হয়ে পড়েছে৷ তবে উদ্ধারকারীরা হাল ছাড়েননি৷ তবে সময়ের কাছে সকলকেই হার মানতে হয়৷
কী জানালেন যোগেশ কুমার
কূপের ভিতরে শিশুটির শারীরিক পরিস্থিতি কেমন তা জানতে দড়ি বেঁধে ক্যামেরা পাঠানো হয়েছিল। তবে উদ্ধারকারীদের সামনে মূল চ্যালেঞ্জ ছিল ভঙ্গুর মাটি৷ এনডিআরএফ-এর ভারপ্রাপ্ত আধিকারিক যোগেশ কুমার এই প্রসঙ্গে বলেন, “বহু মানুষ উদ্ধারকাজ দেখতে সেখানে ভিড় জমিয়েছিলেন। আমারা ক্রমাগত সময়ের সঙ্গে লড়াই করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের হার মানতে হল।”
Bharat: After a 55-hour rescue mission, 5-year-old Aryan was found dead in a 150-foot deep well in Dausa, Rajasthan. NDRF and SDRF teams’ efforts to save him were unsuccessful. Aryan fell while playing.