ফের ড্রেনেজ ক্যানাল রোডের নামে বদল, চিকিৎসকের পরিবর্তে বসবে প্রয়াত ফুটবলারের নাম

বছর দুয়েক আগে থেকে জল্পনা চলছিল। তবে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সেই জল্পনার অবসান ঘটালেন। ফের পরিবর্তন হতে চলেছে হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড…

India alliance leaders support Mamata Banerjee as Supreme leader of the Alliance and keep distance from Congress

বছর দুয়েক আগে থেকে জল্পনা চলছিল। তবে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সেই জল্পনার অবসান ঘটালেন। ফের পরিবর্তন হতে চলেছে হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড সংলগ্ন ড্রেনেজ ক্যানাল রোডের নাম। এর আগে ২০১৭ সালে ড্রেনেজ ক্যানাল রোডের নামকরণ করা হয়েছিল প্রখ্যাত হোমিয়োপ্যাথি চিকিৎসক ও কলকাতার প্রাক্তন শেরিফ ভোলানাথ চক্রবর্তীর নামে।

আর তখন সেই নামকরণ করেছিল তৃণমূল পুর বোর্ড। এরপর গত কয়েক বছর ধরে জল্পনা চলছিল হাওড়া শহরের প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীর আমলে দেওয়া রাস্তার নাম মুছে ফেলার। এবার ড্রেনেজ ক্যানাল রোডের নাম ভোলানাথ চক্রবর্তী সরণি নাম মুছে ফেলে প্রয়াত ফুটবলার শৈলেন মান্নার নামে করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

   

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের ১২৫ মিটার পথ তৈরির কাজ শেষ

মঙ্গলবার হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে জেলাশাসক পি দীপপ প্রিয়াকে পূর্ব মেদিনীপুরে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, ওই রাস্তার নাম পরিবর্তন করার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওই রাস্তাটি সুন্দর করে তুলে রাস্তার দুপাশে সৌন্দর্যায়ন করতে হবে। সেইসঙ্গে যেহেতু প্রয়াত ফুটবলার ও হাওড়ার সন্তান শৈলেন মান্নার নামে ওই শহরে কোনও রাস্তা নেই তাই ওই রাস্তার নাম পরিবর্তন করা হচ্ছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর থেকে ফেরার সময় মমতা বন্দ্যোপাধ্যায় শৈলেন মান্নার নামাঙ্কিত ফলক উন্মোচন করতে পারেন। প্রসঙ্গত, ড্রেনেজ ক্যানাল রোড হাওড়ার একটি অতি গুরুত্বপূর্ণ রাস্তা। পুরসভায় তৃণমূলের নির্বাচিত বোর্ড থাকার সময়ে কোনা এক্সপ্রেসওয়ে থেকে ড্রেনেজ ক্যানাল রোডে ঢোকার সময় একটা বিশাল তোরণের মাথায় ভোলানাথ চক্রবর্তী সরণি বলে লেখা থাকত।

আগরতলায় বাংলাদেশের দূতাবাসে হিন্দুত্ববাদী হামলায় আমেরিকার বিশেষ বার্তা পেল মোদী সরকার

কিন্তু দুবছর আগে সেই নাম মুছে তোরণে মুখ্যমন্ত্রীর ছবি ও সরকারি প্রকল্পের নাম লিখে ওই তোরণের দুই কোণে ওই চিকিৎসকের ছবি লাগানো হয়েছিল। তবে এবার সেই তোরণ থেকেই সম্পূর্ণভাবে মুছতে চলেছে প্রখ্যাত চিকিৎসক ভোলানাথ চক্রবর্তীর নাম। এতদিন নবান্ন থেকে সেই তোরণ পেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ডুমুরজলা হেলিপ্যাডে আসতেন। এদিনও সেই রাস্তা দিয়েই এসেছিলেন।

সেখানে জেলাশাসক ও নগরপালের সঙ্গে কথা বলার পর এই বিষয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, “আমি জেলা প্রশাসনকে এই ড্রেনেজ ক্যানাল রোডের নাম পাল্টে শৈলেন মান্না রোড করতে বলেছি। রাস্তার দু’পাশে সৌন্দর্যায়ন করতে বলেছি। সেই সঙ্গে রাস্তার পাশে স্বনির্ভর গোষ্ঠীর কয়েকটি দোকানও করা হবে।” জানা গেছে, মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর হাওড়া পুরসভার চেয়ারপার্সন সুজয় চক্রবর্তীর সঙ্গে জেলাশাসক ও নগরপাল বৈঠকে বসেছিলেন।

সরকারি কর্মীদের মধ্যে বৈষম্য দূর করতে নবান্নে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর হাইপাওয়ার্ড কমিটির বৈঠক

সেই বৈঠকের পর হাওড়া পুরসভার চেয়ারপার্সন জানিয়েছেন, “মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ওই রাস্তার নাম শৈলেন মান্নার নামে করতে। এ নিয়ে জেলাশাসক ও নগরপালের সঙ্গে কথা হয়েছে। রাস্তাটি মেরামতের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বলা হয়েছে।” তবে এদিকে রাস্তার নাম পরিবর্তনের কথা শুনে কী বলছেন প্রখ্যাত চিকিৎসক ভোলানাথ চক্রবর্তীর ছেলে? উল্লেখ্য, যে সময় তাঁর বাবার নামে ওই রাস্তার নামাঙ্কিত করা হয়েছিল সেই সময়ে হাওড়ার মেয়র পদে ছিলেন ভোলানাথ চক্রবর্তীর ছেলে চিকিৎসক রথীন চক্রবর্তী।

তবে এখন তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। আর বর্তমানে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত ভালভাবে নেননি ভোলানাথবাবুর ছেলে রথীন চক্রবর্তী। এই বিষয়ে তৎকালীন মেয়র প্রশ্ন তুলে জিজ্ঞাসা করেছেন, “ওই রাস্তার নামকরণ করা হয়েছিল মেয়র পরিষদের বৈঠকে, আমার ইচ্ছায় হয়নি। শৈলেন মান্নার নামে আস্ত স্টেডিয়াম আছে। চিকিৎসক ভোলানাথ চক্রবর্তীর নামে শুধু রাস্তাটিই ছিল। এই নাম পরিবর্তন কি খুব জরুরি ছিল?” তবে হঠাৎ করে হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড সংলগ্ন ড্রেনেজ ক্যানাল রোডের নাম পরিবর্তন নিয়ে জোরকদমে চর্চা চলছে রাজনৈতিক মহলে।

জেলায়-জেলায় কুয়াশার দাপট, নামছে পারদ, সপ্তাহান্তেই জাঁকিয়ে শীত বঙ্গে

Mamata Banerjee: For the past two years, there has been speculation, but on Tuesday, Chief Minister Mamata Banerjee put an end to it. The name of the Drainage Canal Road, located near the Dumurjala Helipad Ground in Howrah, is set to change again. Previously, in 2017, the road was named after the renowned homeopathic doctor and former Sheriff of Kolkata, Bholanath Chakraborty.