জার্মান তারকার দিকে নজর হায়দরাবাদের, জানুন

শেষ মরসুমের মত এবারও খুব একটা ভালো অবস্থায় নেই হায়দরাবাদ এফসি। গত সিজনে ইন্ডিয়ান সুপার লিগের একেবারে তলানিতে থেকে শেষ করতে হলেও এবার ভালো পারফরম্যান্স…

Hyderabad FC Eyes German Forward Gerrit Brinkmann

শেষ মরসুমের মত এবারও খুব একটা ভালো অবস্থায় নেই হায়দরাবাদ এফসি। গত সিজনে ইন্ডিয়ান সুপার লিগের একেবারে তলানিতে থেকে শেষ করতে হলেও এবার ভালো পারফরম্যান্স করাই অন্যতম লক্ষ্য নিজামের শহরের এই ফুটবল দলের কাছে। তবু অর্থনৈতিক সমস্যা যথেষ্ট প্রভাব ফেলেছিল দলের ক্ষেত্রে। যারফলে এবার ডুরান্ড কাপ থেকে নাম প্রত্যাহার করার পাশাপাশি দেশের প্রথম ডিভিশনের টুর্নামেন্ট খেলা নিয়েও দেখা দিয়েছিল ধোঁয়াশা। তারপর শেষ মুহূর্তে এসে নয়া ইনভেস্টার পায় হায়দরাবাদ।

   

Also Read | আইএসএলে সপ্তাহের সেরা গোলদাতার তালিকায় দুই শিবিরের তিন ফুটবলার 

তারপর শুরু হয় আইএসএল খেলার প্রস্তুতি। এক্ষেত্রে গতবারের মতো এই সিজনে ও ভারতীয় কোচ থাংবোই সিংটোর উপরেই ভরসা রেখেছে নয়া ম্যানেজমেন্ট। তাঁর নির্দেশ মতোই দেশি ও বিদেশি ফুটবলারদের সই করাতে শুরু করে হায়দরাবাদ এফসি‌। দলের অধিনায়ক করা হয় দেশের তরুণ তারকা অ্যালেক্স সাজিকে। কিন্তু শেষ মুহূর্তে দল গঠনের কাজ শুরু করায় প্রি-সিজন করার একেবারেই সময় পায়নি একবারের আইএসএল জয়ীরা। যার প্রভাব পড়তে থাকে দলের পারফরম্যান্সে। প্রথম থেকেই ধাক্কা খেতে হয়েছে একের পর এক ম্যাচ।

Hyderabad FC Eyes German Forward Gerrit Brinkmann

Also Read | ওডিশা ম্যাচে বিশ্রামে থাকবেন ডায়মান্তাকস, কবে খেলবেন ম্যাচ? 

কিন্তু সুযোগ মত লড়াই ও করতে ভোলেনি সিংটোর ছেলেরা। অ্যাওয়ে ম্যাচে তাঁরা পরাজিত করে শক্তিশালী মহামেডান স্পোর্টিং ক্লাবকে। যা নিঃসন্দেহে তাঁক লাগিয়ে দিয়েছিল সকলকে। তবে শুধুমাত্র মহামেডান নয়। মিকেল স্ট্যাহরের কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে ও সহজ জয় ছিনিয়ে নিয়েছিল নিজামের শহরের এই ফুটবল ক্লাব। বর্তমানে যদিও বজায় নেই সেই জয়ের ধারা। বর্তমানে ১০ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১২ নম্বরে রয়েছে স্টিফান সাপিচের দল। যা নিঃসন্দেহে হতাশ করছে সমর্থকদের।

Also Read |  Mohammedan SC : কবে থেকে কোথায় পাওয়া যাবে মহামেডান বনাম মুম্বাই ম্যাচের টিকিট?

তবে নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে পরবর্তী ম্যাচ গুলিতে জয় পেতে বদ্ধপরিকর হায়দরাবাদ এফসি। সেক্ষেত্রে এবার তাঁদের নজর গিয়ে পড়েছে এক জার্মান তারকার দিকে। তিনি গেরিট ব্রিঙ্কম্যান। শোনা যাচ্ছে, আক্রমণভাগে শক্তি বাড়াতে তাঁকে দলে নেওয়ার কথা ভাবছে ম্যানেজমেন্ট। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত নয় এই বিষয়টি। পূর্বে এসভি বার্গস্টেইনফুর্টের হয়ে খেলেছিলেন আক্রমণভাগের এই ফুটবলার। সেক্ষেত্রে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে আদৌও তিনি ভারতে আসেন কিনা সেটাই দেখার।

Hyderabad FC targets German striker Gerrit Brinkmann to strengthen their attack in the ongoing ISL season. Will he join during the winter transfer window?