এবারের ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2024) শুরু থেকেই ছন্দে নেই কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। প্রথম ম্যাচে নিজেদের ঘরের মাঠেই তাঁদের ধাক্কা খেতে হয়েছিল শক্তিশালী পাঞ্জাব এফসির কাছে। সেই ধাক্কা কাটিয়ে দ্বিতীয় ম্যাচ থেকে দল ঘুরে দাঁড়ালেও সেটা স্থায়ী হয়নি। পরবর্তীতে সময় যত এগিয়েছে একের পর এক ম্যাচে নাস্তানাবুদ হতে হয়েছে দক্ষিণের এই ফুটবল ক্লাবকে। সেই নিয়ে প্রচন্ড হতাশ কেরালা ব্লাস্টার্সের সমর্থকরা। ইভান ভুকোমানোভিচের পরিবর্তে নয়া সিজনে সুইডিশ কোচ মিকেল স্ট্যাহরের হাতে তুলে দেওয়া হয়েছে দলের দায়িত্ব ।
Also Read | ভারতীয় ফুটবল ভবিষ্যৎ নিয়ে ‘বিস্ফোরক’ সুনীল ছেত্রী
সেইসাথে দলের শক্তি বাড়াতে দলের সঙ্গে যুক্ত করা হয় মরোক্কান তারকা নোয়া সাদাউ সহ আলেকজান্ডার কোয়েফের মতো ফুটবলারদের। পাশাপাশি গত কয়েক মরসুমের মতো এবারও উরুগুয়ান তারকা আদ্রিয়ান লুনার উপরেই ভরসা রাখে ম্যানেজমেন্ট। তাঁদের সামনে রেখে এবারের আইএসএলে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। বর্তমানে ১১ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দশম স্থানে রয়েছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। তাঁদের পরেই রয়েছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গল।
Also Read | ওডিশা ম্যাচের আগে চিন্তায় রাখছেন ডায়মান্তাকস
তবে শেষ দুইটি ম্যাচেই তাঁদের পরাজিত হতে হয়েছে মানোলো মার্কুয়েজের এফসি গোয়া এবং জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসির বিপক্ষে। এমনকি তার কয়েক ম্যাচ আগে দুর্বল হায়দরাবাদের কাছে ও আটকে গিয়েছে দক্ষিণের এই দাপুটে ফুটবল ক্লাব। দলের
এমন হতশ্রী পারফরম্যান্সের দরুন ধৈর্যের বাঁধ ভেঙেছে সমর্থকদের। এই পরিস্থিতিতে দলের ম্যানেজমেন্টের উপর ক্ষোভ উগড়ে দিতে নয়া পদক্ষেপ নিতে চলেছে কেরালা ব্লাস্টার্সের অন্যতম সক্রিয় ফ্যানবেস। মানজাপাদ্দা। বলাবাহুল্য, হোম ম্যাচ হোক কিংবা অ্যাওয়ে কেরালা দলের সমর্থকদের উন্মাদনার সাক্ষী গোটা দেশ।
Also Read | Dimitrios Diamantakos : আইএসএলে কোন নয়া মুকুট লাল-হলুদ দিমিত্রিয়সের, দেখুন
কিন্তু বছরের পর বছর সাফল্য না পাওয়ায় হতাশা যেন গ্ৰাস করছে সমর্থকদের। সেই মর্মেই এবার নিজেদের তরফে কেরালা সমস্ত ম্যাচ গুলির টিকিট বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এই ফ্যান ক্লাব। পাশাপাশি ম্যাচের দিন গুলিতে মাঠ ও মাঠের বাইরে ও প্রতিবাদের ঝড় তোলার পরিকল্পনা রয়েছে সমর্থকদের।