মরোক্কান তারকার সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা নর্থইস্টের

ডুরান্ড জয়ের ধারা বজায় রেখেই আইএসএল শুরু করেছে নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছে শক্তিশালী মহামেডান স্পোর্টিং ক্লাবকে। সেই ম্যাচে…

Alaaeddine Ajaraie

ডুরান্ড জয়ের ধারা বজায় রেখেই আইএসএল শুরু করেছে নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছে শক্তিশালী মহামেডান স্পোর্টিং ক্লাবকে। সেই ম্যাচে জয় সূচক গোল করেছিলেন আলাউদ্দিন আজরেই । বলতে গেলে মরসুমের শুরু থেকেই তাঁর অনবদ্য পারফরম্যান্স মন জয় করে আসছে সকলের। তারপর যত সময় এগিয়েছে ততই দুরন্ত ছন্দে ধরা দিয়েছে আইএসএলের এই ফুটবল ক্লাব। মাঝে কলকাতা ময়দানের বাকি দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টের কাছে ধাক্কা খেতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া সকলে।

   

বর্তমানে ১১ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ইন্ডিয়ান সুপার লিগের ষষ্ঠ স্থানে রয়েছে নর্থইস্ট ইউনাইটেড। সেখান থেকেই এবার উপরে আসার লড়াই জুয়ান পেদ্রো বেনালির ছেলেদের। লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা বলাই চলে। এক্ষেত্রে মরোক্কান তারকা আলাউদ্দিন আজিরেইয়ের পাশাপাশি বাড়তি দায়িত্ব পালন করতে হবে মিচেল জাবাকো থেকে শুরু করে বেমামার ও জিথিন এমএসের মতো ফুটবলারদের। আগামী ২৩শে ডিসেম্বর গাছিবাউলি স্টেডিয়ামে দুর্বল হায়দরাবাদ এফসির মুখোমুখি হবে নর্থইস্ট ফুটবল ক্লাব। এখন এই ম্যাচেই জয় পেতে চাইবেন স্প্যানিশ কোচ।

তবে এসবের মাঝেই উঠে আসলো এক নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, অনবদ্য পারফরম্যান্সের দরুন আরও একটি ফুটবল সিজনের জন্য আলাউদ্দিনের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে মন্দার তামহানের নর্থইস্ট ইউনাইটেড। যা নিঃসন্দেহে খুশি করবে সকল সমর্থকদের। বলাবাহুল্য, চলতি সিজনের শুরুতে তাঁকে দলে টানে পাহাড়ের এই ফুটবল ক্লাব। তারপর যত সময় এগিয়েছে নিজেদের সেরা ছন্দে ধরা দিয়েছে আইএসএলের এই ফুটবল ক্লাব। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন মরোক্কোর এই ফুটবলার।

হিসাব অনুযায়ী আগামী বছরের মে মাসে পর্যন্ত এই তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি রয়েছে জন আব্রাহামের এই ফুটবল ক্লাবের। এবার সেটি বাড়াতে পারে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে আগামী মরসুমে ও যথেষ্ট শক্তিশালী হয়ে উঠতে পারে দলের আক্রমণভাগ।