দুয়ারে শীত! হাওয়া বদল নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দফতর

কলকাতা: শীতের হালকা পরশ গায়ে মেখে দিন শুরু করল শহর কলকাতা৷ সপ্তাহের প্রথম দিন বেশ শীত শীত ভাব৷ এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি…

Kolkata weather update

short-samachar

কলকাতা: শীতের হালকা পরশ গায়ে মেখে দিন শুরু করল শহর কলকাতা৷ সপ্তাহের প্রথম দিন বেশ শীত শীত ভাব৷ এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি কম ৷ রাজ্যে আরও পারদ পতনের ইঙ্গিত মিলেছে৷ কারণ আগামীকালের পর পশ্চিমী ঝঞ্ঝার পশ্চিমে চলে যাবে পশ্চিমবাংলা৷ পশ্চিমী ঝঞ্ঝার পূর্বদিকে থাকলে তাপমাত্রা বাড়ত৷ পশ্চিমে থাকলে তাপমাত্রা কমে৷ (Kolkata weather update)

   

বঙ্গোপসাগরের সৃষ্ট জোড়া নিম্নচাপ Kolkata weather update

তবে বঙ্গোপসাগরের সৃষ্ট জোড়া নিম্নচাপ শীতের পথে কিছুটা বাধ সাধছে৷ এই নিম্নচাপের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকতে শুরু করবে৷ ফলে আজ, সোমবার থেকেই বেশ কিছু জেলায় ঝিরঝিরে বৃষ্টি শুরু হবে৷ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রাও বৃদ্ধি পাবে৷ তবে বাংলার উপকূল থেকে নিম্নচাপের অবস্থান অনেকটা দূরে থাকায় এর গভীর কোনও প্রভাব রাজ্যের উপর পড়বে না৷ 

দার্জিংলিং-এ তুষারপাত

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামী ১১ ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে৷ ফলে সময় মতোই ফিল্ডে নেমে পড়বে শীত৷  উত্তরবঙ্গেও শুরু হবে ধুন্ধুমার ব্যাটিং৷  দার্জিংলিং-এ তুষারপাতের সম্ভাবনাও রয়েছে৷ 

জাঁকিয়ে শীত কবে? Kolkata weather update

এদিকে, রাজ্যের পশ্চিমের জেলাগুলিতেও পারদ পতন শুরু হয়ে গিয়েছে৷ পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াসে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই৷ বরং উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের নয় জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ প্রায় সব জেলাতেই আকাশ মেঘলা থাকবে৷ 

কোথায় নিম্নচাপের অবস্থান Kolkata weather update

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা জানিয়েছেন,‘‘দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে। এটি আপাতত ইণ্ডিয়ান-ইকুয়েডর সাগরের কাছে অবস্থান করছে। এই নিম্নচাপ ক্ষেত্রের ঘূর্ণাবর্তটি সমুদ্র পৃষ্ঠের উফরে ৫.৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে এই নিম্নচাপ ক্ষেত্রটি রাজ্যের উপরকূল থেকে অনেক দূরে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী ২৪ ঘণ্টায় এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। ১১ তারিখ এই নিম্নচাপটি শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুতে পৌঁছবে৷’’ তিনি আরও জানান,‘‘পশ্চিম হিমালয়ে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। যা পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এই দুই বায়ুর প্রভাবে আবহাওয়ায় বদল আসবে৷ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকে৷ বাড়বে তাপমাত্রা৷’’ 

 

West Bengal: Kolkata experiences a cool start to the week with a minimum temperature of 15.7°C. A western disturbance brings rain to several districts from Monday, though South Bengal’s temperatures may rise slightly. Impact on coastal regions remains minimal.