উত্তরসূরী কে? সরাসরি জানালেন মমতা

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কার হাতে থাকবে তৃণমূল কংগ্রেসের রাশ? কে হবেন উত্তরসূরি? সরাসরি এই প্রশ্নের জবাব এড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই বিষয়ে দলগত সিদ্ধান্তের…

Mamata Banerjee on her successor

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কার হাতে থাকবে তৃণমূল কংগ্রেসের রাশ? কে হবেন উত্তরসূরি? সরাসরি এই প্রশ্নের জবাব এড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই বিষয়ে দলগত সিদ্ধান্তের উপরেই জোর দিলেন তৃণমূল সুপ্রিমো৷ কোনও ভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ করলেন না দলনেত্রী। অথচ আট মাস আগেও উত্তরসূরি প্রসঙ্গে সরাসরি দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছিলেন মমতা। এবার বললেন “দল ঠিক করবে”। তবে অভিষেকের রাজনৈতিক বোধ যে তুখর, সে কথা এদিনও স্বীকার করেন তৃণমূল সুপ্রিমো। (Mamata Banerjee on her successor)

অভিষেক ডেডিকেটেড সোলজার Mamata Banerjee on her successor

গত এপ্রিল মাসে অভিষেকের কথা বলতে গিয়ে দলনেত্রী তাঁকে “দলের ডেডিকেটেড সোলজার” বলে উল্লেখ করেছিলেন। এর আগে সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “ছোট থেকে আমি ওকে তৈরি করেছি। ইয়ং জেনারেশনকেও এগিয়ে আসতে হবে৷ আমি তিনটে জেনারেশন তৈরি করে দিয়েছি। এটা আমার গর্ব। এই জেনারেশন যদি তৈরি না হয়, তাহলে স্বপ্নের তৃণমূল কংগ্রেসকে রক্ষা করবে কে?’’

   
mamata-abhishek
mamata-abhishek

নবীন-প্রবীণ দ্বন্দ্ব successor

শুক্রবার নিউড ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি দল নই; আমরা দল। এটি একটি যৌথ পরিবার, এবং সব সিদ্ধান্ত যৌথভাবেই নেওয়া হবে।’’ বলে রাখি, দলের প্রবীণ নেতা এবং পরবর্তী প্রজন্মের নেতৃত্বের মধ্যে দ্বন্দ্বের মাঝেই উত্তরসূরী নিয়ে এই মন্তব্য ভেসে এল৷ 

তৃণমূল কংগ্রেস একটি শৃঙ্খলাবদ্ধ দল 

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, তৃণমূল কংগ্রেস একটি শৃঙ্খলাবদ্ধ দল, যেখানে কোনও একক ব্যক্তি ক্ষমতার প্রাধান্য পাবেন না। ‘‘দল ঠিক করবে জনগণের জন্য কোনটা ভালো’’৷ তাঁর কথায়, দলের শীর্ষ নেতৃত্ব, বিধায়ক বা সাংসদ নয়, বুথস্তরের কর্মীরাও দলের সাফল্যের কুশিলব৷ 

তবে তৃণমূলের নবীন-প্রবীণের মধ্যে যে দ্বন্দ্ব চলছে, সে প্রসঙ্গে বলেন, “প্রত্যেকে গুরুত্বপূর্ণ। আজ যে নতুন, আগামীকাল সেই  প্রবীণ হবে।”

mamata-abhishekh
mamata-abhishekh

 

West Bengal: Mamata Banerjee avoids naming a successor for TMC leadership, emphasizing a collective decision. Previously, she mentioned Abhishek Banerjee as second-in-command. Her recent comments highlight the party’s role in choosing the next leader.