শনিবার সকালে বনগাঁ স্টেশনের (Bongaon Station) আগে রেললাইনে ফাটল দেখা দেওয়ায় প্রায় আধ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেল কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি সামাল দিতে কাজ শুরু করলেও ওই সময়কালে বনগাঁ স্টেশন থেকে কোনো ট্রেন যাত্রীদের জন্য ছাড়েনি। ফলে যাত্রীদের জন্য সমস্যা সৃষ্টি হয়েছে এবং তারা ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে স্টেশনে ঢোকার মুখে রেললাইনের ফাটল দেখা যায়। এই ফাটল দেখতে পেয়ে রেলকর্মীরা দ্রুত কাজ শুরু করেন। সকাল ৯টা ৫০ মিনিটে মাঝেরহাট যাওয়ার একটি লোকাল ট্রেন বেরিয়ে যাওয়ার পর থেকেই রেলকর্মীরা সারানোর কাজ শুরু করেন। এর ফলে ওই সময়ে আর কোনও ট্রেন যাওয়া-আসা করতে পারেনি।
সপ্তাহান্তে রসুনের দাম বেড়ে দাঁড়ালো ৪২৮টাকায়, শীতকালীন সবজির আকাশছোঁয়া দামে চিন্তায় মধ্যবিত্তরা
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীসুরক্ষা এবং নিরাপত্তার কারণে আপ এবং ডাউন, দুই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ঠিক কতক্ষণ পরে পরিষেবা স্বাভাবিক হবে সে বিষয়ে কোনও নির্দিষ্ট সময় জানাতে পারেনি রেলের আধিকারিকেরা। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাজ চলছে। এদিকে ট্রেন পরিষেবা বন্ধ থাকার কারণে বনগাঁ-শিয়ালদহ লাইনের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
বিশেষ করে সকালের ব্যস্ত সময়ে যাত্রীদের বিপাকে পড়তে হয়েছে। অনেকেই ট্রেনের অপেক্ষা না করে যশোর রোড দিয়ে বাসে উঠে যাচ্ছেন কিংবা গাড়ি ভাড়া করছেন। তবে বেশিরভাগ যাত্রীই পরিষেবা স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করছেন। এটি প্রথম নয়, বনগাঁ লাইনে গত কয়েক মাসে একাধিক বার সংস্কার করা হয়েছে। কিন্তু তারপরেও ওই লাইনে নানা সমস্যা দেখা দিচ্ছে।
১৪ ডিসেম্বর কলকাতায় বন্ধ পানীয় জল সরবরাহ
গত জগদ্ধাত্রী পুজোর সময়েও ট্রেনের যাত্রাপথ কাটছাঁট করা নিয়ে বনগাঁর যাত্রীরা বিক্ষোভে ফেটে পড়েছিলেন। তখন অশোকনগর স্টেশনে অবরোধও হয়েছিল। অবরোধকারীরা অভিযোগ করেছিলেন, বনগাঁ থেকে মাঝেরহাট যাওয়ার লোকাল ট্রেনগুলি মাঝেমধ্যে বারাসাত বা কলকাতা স্টেশনে গিয়ে থেমে যাচ্ছে মাঝেরহাট পর্যন্ত পৌঁছাচ্ছে না। এখনও পর্যন্ত বনগাঁ লাইনে চলমান সমস্যা সমাধান হয়নি।
গত কয়েক মাসের সংস্কার কাজের পরেও রেললাইনে ত্রুটি রয়ে গেছে। যা যাত্রীদের জন্য এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে, ব্যস্ত সময়ে যাত্রীদের যে তীব্র ভোগান্তি হয় তা রেলের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এখনও পর্যন্ত পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি এবং রেল কর্তৃপক্ষ জানান যে তারা পরিস্থিতি দ্রুত সমাধান করতে চেষ্টা করছেন। তবে যাত্রীদের হয়তো কিছু সময় আরও অপেক্ষা করতে হবে।
বাংলাদেশ-ভারত উত্তেজনায় ফুলবাড়ি আইসিপিতে বাণিজ্য কার্যত বন্ধ
বনগাঁ স্টেশনে ট্রেন চলাচলের সমস্যার কারণে যাত্রীদের ব্যাপক ভোগান্তি হচ্ছে। রেলের সংস্কার কাজ সত্ত্বেও নানা ধরনের ত্রুটির কারণে যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। রেল কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যা সমাধান করতে উদ্যোগী হলেও যত দিন না পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হচ্ছে, ততদিন যাত্রীদের জন্য এই ধরনের সমস্যা অনিশ্চিত থাকবে।
Bongaon Station: You are a concerned individual who is attentive to current events, particularly regarding issues that affect daily life, such as the disruption in train services due to a railway track crack. You are aware of the challenges faced by commuters and empathetic towards their struggles during such inconvenient situations. https://ekolkata24.com/