কলকাতা: সবে শীতের হালকা আমেজ উপভোগ করতে শুরু করেছিল রাজ্যবাসী৷ আশা ছিল, এবার বুঝি জাঁকিয়ে বসবে শীত৷ কিন্তু, শীত প্রেমীদের জন্য মন খারাপের খবর৷ এখনই কনকনে শীত মালুম হবে না৷ রবিবার থেকেই হবে হাওয়া বদল। পশ্চিমী ঝঞ্ঝা এসে পথ রুখবে উত্তর পশ্চিম হাওয়ার৷ বদলে রাড়বে দক্ষিণ-পূর্ব হওয়ার দাপট৷ ঝরবে বৃষ্টি৷ উত্তরের পাশাপাশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও। কোন কোন জেলা ভিজবে? বৃষ্টির জেরে হবে কি পারদ পতন? জেনে নিন আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। (West Bengal weather update)
কোন কোন জেলায় বৃষ্টি? West Bengal weather update
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনি ও রবিবার দক্ষিণবঙ্গের সর্বত্র শুকনো আবহাওয়াই থাকবে। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি শুরু হবে। ভিজতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কিছু অংশ৷ তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বিক্ষিপ্ত ভাবে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর৷
কতটা নামবে পারদ West Bengal weather update
নভেম্বরে শেষ থেকেই হালকা শীতের আমেজ অনুভব করেছে রাজ্যের মানুষ৷ তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ ফুরালেও জমাটি শীত প্রবেশ করেনি দক্ষিণবঙ্গে। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ শনিবার থেকে উত্তর-পশ্চিমের ঠাণ্ডা হাওয়া এসে ২ থেকে ৪ ডিগ্রি পারদ-পতনে ঘটাবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিছুটা তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিসের পূর্বাভাস৷
West Bengal: West Bengal’s light winter chill is short-lived as a western disturbance brings rain starting Sunday. Expect dry weather on Saturday and Sunday, with light rain in South Bengal from Monday. Districts like West Midnapore, Jhargram, and Purulia will see showers.