‘ইসরো’তেই আস্থা ইউরোপের, সূর্যের রহস্যভেদে পাড়ি দিল ‘প্রোবা ৩’!

কলকাতা: মহাকাশ নিয়ে মানুষের কৌতুহল আদি ও অনন্ত৷ প্রতি মুহূর্তে চলছে নতুনের অনুসন্ধান সন্ধান৷ এবার সূর্যের রহস্য ভেদে মহাকাশে পাড়ি দিল ‘ইউরোপীয় স্পেস এজেন্সির (ESA)…

PROBA-3 Satellite

short-samachar

কলকাতা: মহাকাশ নিয়ে মানুষের কৌতুহল আদি ও অনন্ত৷ প্রতি মুহূর্তে চলছে নতুনের অনুসন্ধান সন্ধান৷ এবার সূর্যের রহস্য ভেদে মহাকাশে পাড়ি দিল ‘ইউরোপীয় স্পেস এজেন্সির (ESA) ‘প্রোবা-৩ (PROBA-3) স্যাটেলাইট৷ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’র তৈরি রকেটে চড়ে সূর্যের দরবারে পাড়ি দিল প্রোবা। বুধবার বিকেলে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ইসরো এবং ইউরোপিয় মহাকাশ গবেষণা সংস্থা যৌথ উদ্যোগে PSLV-C59 (পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল) থেকে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করার কথা ছিল। কিন্তু, শেষ মুহূর্তে উপগ্রহে কিছু সমস্যা দেখা দেওয়ায়, উৎক্ষেপণ বাতিল করতে হয়। তবে সব সমস্যা মিটিয়ে এদিন বিকেল ৪টে বেজে ১২ মিনিটে, নির্বিঘ্নে মহাকাশের উদ্দেশে রওনা দেয় প্রোবা-৩৷ (PROBA-3 Satellite Launch)

   

এক্স হ্যান্ডেলে ইসরো PROBA-3 Satellite Launch

সফল উৎক্ষেপণের পর এক্স হ্যান্ডেলে ইসরোর তরফে লেখা হয়েছে,
‘সফল উৎক্ষেপণ! নির্বিঘ্নে মহাকাশে পাড়ি দিল পিএসএলভি-সি৫৯। ইসরো-র প্রযুক্তিগত দক্ষতায় প্রোবা-৩ স্যাটেলাইটকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপনের মধ্য দিয়ে এক আন্তর্জাতিক অভিযানের সূচনা হয়ে গেল৷’’ ইসরোর তরফে আরও বলা হয়েছে, ‘‘এই অভিযান আন্তর্জাতিক সহযোগিতা এবং ভারতের মহাকাশ সাফল্যের সমন্বয় উদযাপনের এক গর্বের মুহূর্ত!’ 

একসঙ্গে উড়ল দুটি উপগ্রহ PROBA-3 Satellite Launch

প্রোবা-৩ হল ইউরোপীয় স্পেস এজেন্সির একটি ইন-অরবিট ডেমোনস্ট্রেশন মিশন ৷ যার লক্ষ্য ‘নির্ভুল ফর্মেশন ফ্লাইং’ ৷ এমন উৎক্ষেপণ বিশ্বে প্রথম৷ এখানে দুটি স্যাটেলাইট আছে। একটি নির্দিষ্ট কক্ষপথে গিয়ে স্যাটেলাইট দু’টি পৃথক হয়ে যাবে৷ নির্দিষ্ট জায়গায় পৌঁছে তারা সূর্যের করোনাগ্রাফ সংগ্রহ ও সূর্য গ্রহণ সম্পর্কে সমস্ত তথ্য সংগ্রহ করবে ৷

 

Science News: ESA’s PROBA-3 satellite launched successfully to study the Sun, riding on an ISRO PSLV-C59 rocket from Sriharikota. The joint mission aims at uncovering solar mysteries. ISRO hails this as a proud moment of international collaboration and space success.