Souvik Chakrabarti : ওপার বাংলা নিয়ে ‘বিস্ফোরক’ লাল-হলুদের সৌভিক, কী লিখলেন দেখুন

সাম্প্রদায়িক হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ (Bangladesh)। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু (Hindu) নির্যাতন নিয়ে সরব ভারতের (India) বিভিন্ন মহল। হিন্দু নির্যাতন রুখতে ব্যবস্থা নিক ভারত সরকার।…

souvik chakrabarti east bengal player

short-samachar

সাম্প্রদায়িক হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ (Bangladesh)। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু (Hindu) নির্যাতন নিয়ে সরব ভারতের (India) বিভিন্ন মহল। হিন্দু নির্যাতন রুখতে ব্যবস্থা নিক ভারত সরকার। এই দাবিতে সম্প্রতি কেন্দ্রকে সমর্থন জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল (Political Parties)। কয়েকদিন আগেই বাংলাদেশ ইস্যুতে (Bangladesh Issue) সাংবাদিক বৈঠক করে ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাব ইস্টবেঙ্গল (East Bengal FC) উদ্বেগ প্রকাশ করে বলেছিল অবিলম্বে বাংলদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়ন বন্ধ হওয়া দরকার। এবার বাংলাদেশে হিন্দু নির্যাতন ইস্যুতে লিখলেন লাল-হলুদ ফুটবলার (Footballer) সৌভিক চক্রবর্তী (Souvik Chakrabarti)।

   

Cleiton Silva : ইস্টবেঙ্গল থেকে বাদ পড়লে পড়শি ক্লাবে নাম লেখবেন ক্লেন্টন সিলভা! জানুন

বাংলদেশের মৌলবাদী সংগঠন গুলির হামলায় আতঙ্কিত বাংলাদেশের হিন্দুরা। এই নিয়ে ইস্টবেঙ্গলের ফুটবলার সৌভিক চক্রবর্তী তাঁর নিজস্ব এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আমি কষ্ট এবং অবিচারের সম্মুখীন সকল সম্প্রদায়ের সাথে দাঁড়িয়েছি এবং আমি বাংলাদেশের প্রত্যেকের জন্য শান্তি, নিরাপত্তা এবং মর্যাদা আশা করি। মানবতার মূল্যবোধকে সমুন্নত রাখা এবং প্রতিটি ব্যক্তির মঙ্গল নিশ্চিত করা অপরিহার্য, তাদের পটভূমি নির্বিশেষে। আসুন আমরা সকলের জন্য সম্প্রীতি এবং সুরক্ষার পক্ষে, প্রয়োজনে যাদের কণ্ঠস্বরকে সমর্থন ও প্রসারিত করতে একত্রিত হই।”

এমন অবস্থায় চুপ করে বসে নেই নয়াদিল্লিও। সংখ্যালঘু নির্যাতন ও ভারত বিরোধীতা নিয়ে ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। নয়াদিল্লির পক্ষ থেকে সেই প্রতিক্রিয়া পেতেই আরও আগ্রাসী হয়ে উঠেছে ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার সমর্থিত মৌলবাদী গোষ্ঠীগুলি। সুপরিকল্পিতভাবে হিন্দুদের ওপর ‘টার্গেট কিলিং’ শুরু করেছে তারা। ভাঙচুর চলছে একাধিক মন্দিরে। যা নিয়ে আতঙ্কিত বাংলাদেশের হিন্দুরা। সীমান্ত পেরিয়ে ভারতে আসার সমস্ত রাস্তাও বন্ধ করে দিয়েছে ইউনুসের সরকার। এমনটাই জানা গিয়েছে সংবাদমাধ্যম সূত্রে। যা নিয়ে উদ্বিগ্ন ভারত।