Robson Robinho : রবসন রবিনহো কবে যোগ দিচ্ছেন ইস্টবেঙ্গলে? জানালেন খোদ লাল-হলুদের কোচ

চলতি মরশুমের পারফরম্যন্স (Performance) খুব একটা ভালো হয়নি ইস্টবেঙ্গলের পক্ষে (East Bengal)। টানা তিন ম্যাচে হারের হ্যাটট্রিকের পর, দলের দায়িত্ব ছেড়েছিলেন লাল-হলুদের সুপার কাপ জয়ী…

East Bengal FC coach Oscar Bruzon on Robson Robinho when he will joined Squad

চলতি মরশুমের পারফরম্যন্স (Performance) খুব একটা ভালো হয়নি ইস্টবেঙ্গলের পক্ষে (East Bengal)। টানা তিন ম্যাচে হারের হ্যাটট্রিকের পর, দলের দায়িত্ব ছেড়েছিলেন লাল-হলুদের সুপার কাপ জয়ী স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। পরবর্তীতে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল আরেক স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোর (Oscar Bruzon) হাতে। এরপরই এএফসি চ্যালেঞ্জ লিগে (AFC Challenge League) গ্ৰুপ পর্যায়ের ম্যাচ জিতে পরবর্তী রাউন্ডে নিজেদের অবস্থান নিশ্চিত করে মশাল ব্রিগেড। একইসঙ্গে আইএসলের মঞ্চেও খাতা খুলেছে ময়দানের এই প্রধান। এরই মধ্যে নতুন বিদেশি (New Foreigner) ফুটবলার (Footballer) রবসন রবিনহোকে (Robson Robinho) নিয়ে শুরু হয়েছে জল্পনা। তিনি কবে যোগ দিচ্ছেন মশাল ব্রিগেডে (East Bengal Squad)। এই বিষয়ে আপডেট দিলেন খোদ ইস্টবেঙ্গলের নব নিযুক্ত স্প্যানিশ কোচ।

   

Saul Crespo : চেন্নাই ম্যাচের আগে স্বস্তিতে ইস্টবেঙ্গল, দলে এই স্প্যানিশ ফুটবলার

অস্কার ব্রুজোর কোচিংয়ে ইস্টবেঙ্গল আত্মবিশ্বাসী খেলছে, আর তাঁর নেতৃত্বে দলের পারফরম্যন্সে একাধিক ইতিবাচক পরিবর্তন এসেছে চোখে পড়ার মতো। ইস্টবেঙ্গল এখন পূর্ণদমে লড়াইয়ে ফিরেছে, আর তাদের গতির সঙ্গে খেলার কৌশলও অনেকটাই বদলে গেছে। ইস্টবেঙ্গলের এই রূপান্তরের মধ্যে তাদের শক্তিশালী আক্রমণ ও সঠিক ট্যাকটিক্যাল শিফট অন্যতম প্রধান কারণ। বিশেষ করে, দলের খেলোয়াড়দের মধ্যে দৃঢ় মনোভাব এবং একত্রিত হয়ে মাঠে লড়াই করার চেতনাটি এখন সবার নজর কেড়েছে।

অনুশীলনে ফিরলেন দীপক, টম অলড্রেডকে নিয়ে ধোঁয়াশা

শনিবার, চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে মাঠে নামছে মশাল বাহিনী। ইস্টবেঙ্গলের দৃষ্টিকোণ থেকে, এই ম্যাচে জয় তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিতে পারে। কারণ সদ্য নর্থইস্টের বিরুদ্ধে প্রথম জয়ের মুখ দেখেছে দল। তাই আগামী ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে মরিয়া দলের ফুটবলাররাও। চোট সরিয়ে অনুশীলনে ফিরেছেন লাল-হলুদের স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপো।

হৃতিক তিওয়ারির প্রশংসায় মানোলো, কী বললেন?

এদিকে, দলের হয়ে একজন নতুন বিদেশি ফুটবলার রবসন রবিনহো নামটি এখন তুমুল চর্চায়। ইস্টবেঙ্গল অধিনায়ক ক্লেইটন সিলভার ফর্ম নিয়ে কিছু দিন ধরেই নানা আলোচনা চলছে। ইস্টবেঙ্গলের একটি অংশ চাইছে রবসন রবিনহোকে সই করাতে, তবে ম্যানেজমেন্ট এখনও বিদেশি বদল নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত নেয়নি। তাঁকে নিয়ে এবার মন্তব্য করলেন লাল-হলুদের নব নিযুক্ত কোচ অস্কার ব্রুজো।

পাঞ্জাব ম্যাচে অনিশ্চিত মহামেডানের এই ডিফেন্ডার

ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহো প্রসঙ্গে জানিয়েছেন, “রবসন অসাধারণ ফুটবলার। তিন বছর আমার কোচিংয়ে খেলেছে। তবে রবসন এক নয়, আরও কয়েকজন ফুটবলার আমাদের নজরে রয়েছে। কারণ, দলের মধ্যে বেশ কিছু বিভাগের দুর্বলতা চিহ্নিত করেছি। এই মুহূর্তে দলের ছয়জন বিদেশির সঙ্গে চুক্তি রয়েছে। ডিসেম্বরে পাঁচটি ম্যাচ রয়েছে, সেখানেই ওদের প্রমান করতে হবে, ইস্টবেঙ্গলের হয়ে খেলার যোগ্যতা রয়েছে কিনা।”