আইএসএলে (ISL) আগামী শুক্রবার চেন্নাইয়ে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) খেলবে চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC) বিরুদ্ধে। অন্যদিকে রবিবার গুয়াহাটিতে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohunbagan SG) মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির (North East United FC)। এই দুটি ম্যাচের আগেই ময়দানের দুই প্রধানের জন্য রয়েছে নানা ধরনের সমস্যা। তবে এই সবকে পিছনে ফেলে বাংলার ফুটবলপ্রেমীদের চমকে দিলেন বাগানের বিদেশি ফুটবলার।
বাগান অনুশীলনে অনুপস্থিত ভারতীয় তারকা! ফিট হচ্ছেন আশীষ রাই
চেন্নাই ম্যাচের আগে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো বর্তমানে চিন্তিত স্প্যানিশ ফুটবলার সাউল ক্রেসপোকে নিয়ে, যেখানে তিনি আগামী ম্যাচে কার্যত অনিশ্চিত। অন্যদিকে, বাগান কোচ মোলিনা বিপদে পড়েছেন তার দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, আলবের্তো রদ্রিগেস এবং শুভাশিস বোস, যারা সাসপেনশনের কারণে পরবর্তী ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন না। এর ফলে মোলিনা বিকল্প খুঁজছেন যাতে দলের শক্তি বজায় থাকে। তাই দুই প্রধানের জন্যই ম্যাচের আগে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
আইএসএল টিম অফ দ্যা উইকে দুই প্রধানের তিন তারকা
ইন্ডিয়ান সুপার লিগের বিভিন্ন ফুটবল দলের তারকাদের পাশাপাশি নামকরা বিদেশি ফুটবলাররা (Foreign Footballer) রয়েছেন দলে। যার মধ্যে মোহনবাগান ফুটবল দলে তারকা ফুটবলারের ছড়াছড়ি। মরশুম শুরুর আগেই অজি ফুটবলার (Australian Footballer) জেমি ম্যাকলারেনকে (Jamie Maclaren) সই করিয়ে বাংলার ফুটবলপ্রেমীদের তাক লাগিয়ে দিয়েছিল মোহনবাগান। যা নিঃসন্দেহে ছিল বড়সড় চমক। গত মরশুমে অস্ট্রেলিয়ার লিগ চ্যাম্পিয়ন দল মেলবোর্ন সিটির জার্সিতে খেলেছিলেন ম্যাকলারেন। টানা পাঁচবার সোনার বুট জয় করেছিলেন তিনি। এমনকি লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে ও নির্বাচিত হয়েছিলেন এই তারকা ফুটবলার।
‘গুলাবি শারারা’ গানে উদ্দাম নাচে ভাইরাল এমএস ধোনি
তবে দুই প্রধানের ম্যাচের আগে বাগানের বিদেশি ফুটবলার জেমি ম্যাকলারেন নিজস্ব ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। যা দেখে আপ্লুত বাগান সমর্থকরাও। যেখানে দেখা যাচ্ছে তিনি বিশ্বখ্যাত ফুটবলার তথা বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসির (Lionel Messi) সঙ্গে একই ফ্রেমে ধরা দিয়েছেন।
Jamie Maclaren via Instagram 📷🔥 pic.twitter.com/aTGNc502TQ
— Mohun Bagan Hub (@MohunBaganHub) December 4, 2024
মেলবোর্ন সিটি এফসির কিংবদন্তি ফুটবলার তিনি, অস্ট্রেলিয়ার ক্লাবটির হয়ে করেছেন প্রচুর গোল। স্বভাবতই তাঁকে নিয়ে মোহনবাগান সমর্থকদের প্রত্যাশা অনেকটাই বেশি। সেই মতো নিজের সবুজ-মেরুন জার্সিতে নিজের জাত চিনিয়েছেন এই অস্ট্রেলিয়ান বিশ্বকাপার।