May Day বাতিল, ছুটি রাম নবমীতে! হাই কোর্টের ছুটির তালিকা ঘিরে শোরগোল

কলকাতা: বদলে গেল হাই কোর্টে ছুটির তালিকা৷ এল বড় চমক। বাদ পড়ল মে-ডে’র ছুটি৷ তার বদলে তালিকায় জায়গা করে নিল রামনবমী৷ কেন মে-ডে’-কে বাদ দিয়ে…

No Edit Option Provided by Arrogant Board, Will 50 Students Be Able to Appear for Madhyamik Exam? Case Filed at Calcutta High Court"

কলকাতা: বদলে গেল হাই কোর্টে ছুটির তালিকা৷ এল বড় চমক। বাদ পড়ল মে-ডে’র ছুটি৷ তার বদলে তালিকায় জায়গা করে নিল রামনবমী৷ কেন মে-ডে’-কে বাদ দিয়ে রাম নবমীর ছুটি মঞ্জুর করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীদেরই একাংশ৷ মে ডে-তে ছুটি আবেদন করার পরও, তা ছুটির তালিকায় সংযোজিত হয়নি৷ অথচ রামনবমীতে বন্ধ থাকবে কোর্ট৷ তাহলে কি হাই কোর্টেও লাগল রাজনীতির রং? (high court holiday list changed)

ছুটি নিয়ে বিতর্ক high court holiday list changed

হাই কোর্টের ছুটি নিয়ে বিতর্ক বেশ পুরনো৷ এত বেশি ছুটি নিয়ে প্রশ্ন উঠেছে আগেও। তবে এবার শোরগোল অন্য কারণে৷ ছুটির তালিকা দেখে আইনজীবীদের একাংশও বেশ চকিত৷ কারণ, ছুটির তালিকায় নয়া সংযোজন রামনবমী৷ অথচ আবেদনের পরও ছুটি জোটেনি মে ডে-তে৷ 

   

কী বলছেন শামিম আহমেদ high court holiday list changed

এ প্রসঙ্গে আইনজীবী শামিম আহমেদ বলেন, “আগে মে ডে-তে আমাদের ছুটি ছিল। ২০২৭ সালের পর কোনও কারণ ছাড়াই সেই ছুটি বাতিল হয়ে যায়। আমরা পাঁচটি ক্যালেন্ডার সমেত অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়েছিলাম যাতে ওই দিন ফের ছুটি দেওয়া হয়। এর পরেও কলকাতা হাই কোর্টের ক্য়ালেন্ডারে এটি অন্তর্ভূক্ত করা হচ্ছে না।’’

বিজেপিপন্থী আইনজীবীদের ভিন্ন মত

যদিও রামনবমীর ছুটি নিয়ে সম্পূর্ণ ভিন্নমত বিজেপিপন্থী আইনজীবীদের৷ তাঁদের মতে সারা দেশে রামের পুজো হয়৷ ফলে রামনবমীর দিন ছুটি থাকাটাই উচিত৷ আইনজীবী নীলাঞ্জন ভট্টাচার্যের কথায়, “রামের উপর আমারা সকলেই আস্থাশীল। ১৪০ কোটি ভারতবাসীর সংস্কৃতির সঙ্গে মিশে রয়েছে শ্রীরাম৷ ভারতের সংস্কৃতীকে স্বীকৃতি দেওয়াটাই তো স্বাভাবিক।’’ তিনি আরও বলেন, ‘‘মে ডে ঐতিহাসিক বিপ্লবের প্রতীক। পৃথিবীতে এমন প্রচুর বিপ্লব হয়েছে। এখন যদি সব দিবসেই ছুটি দেওয়া হয়, তাহলে কোর্ট চলবে না।”

 

Kolkata City: he High Court‘s holiday list has changed with Ram Navami replacing May Day, sparking debate among lawyers. Despite requests, May Day was excluded while Ram Navami got approval.