PF: কর্মীদের অ্যাকাউন্টে শীঘ্রই ঢুকতে পারে সুদ সমেত পিএফ-এর টাকা

কর্মীদের সুখবর শোনাতে পারে কেন্দ্রীয় সরকার। যাঁদের বেতন থেকে পিএফ (PF) কাটা যায় তাঁরা খুশি হতে পারেন সরকারের এই পদক্ষেপ সফল হলে। EPFO নামের যে…

short-samachar

কর্মীদের সুখবর শোনাতে পারে কেন্দ্রীয় সরকার। যাঁদের বেতন থেকে পিএফ (PF) কাটা যায় তাঁরা খুশি হতে পারেন সরকারের এই পদক্ষেপ সফল হলে। EPFO নামের যে সংস্থা PF কাটে, শীঘ্রই ২০২১-২২ আর্থিক বর্ষের সুদের টাকা কর্মচারীদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হতে পারে।

   

সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি, ইপিএফও-এর সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা, মার্চ মাসে গুয়াহাটিতে একটি বৈঠকে বসার কথা রয়েছে। বৈঠকে কর্মীদের জন্য একটি বড় ঘোষণা হতে পারে বলে আশা করা হচ্ছে। 

কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদবও এ ব্যাপারে আশাবাদী বলা জানা গিয়েছে। একটি সাম্প্রতিক বিবৃতিতে বলা হয়েছিল, ২০২১-২২ আর্থিক বর্ষের জন্য জমা হওয়া পিএফ ব্যালেন্সের সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে পরবর্তী আর্থিক বছরের আয়ের অনুমানের নিরিখে। উল্লেখ্য, ভূপেন্দ্র যাদব বর্তমানে কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের প্রধান।

এছাড়াও, উক্ত আর্থিক বছরের PF অ্যাকাউন্টের আমানতের সুদের হার 8.5 শতাংশ নির্ধারণ করা হয়েছিল। ২০২০ সালের অক্টোবরে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই সিদ্ধান্তটি অনুমোদন করেছিলেন। যা ছিল সর্বনিম্ন। 

এর আগে, ২০১৮-১৯ আর্থিক বছরে, EPFO ​​৮.৬৫ শতাংশ সুদ দিয়েছিল। এর আগে ২০১৩-১৪ অর্থ বছরে সুদের হার নির্ধারণ করা হয়েছিল ৮.৭৫ শতাংশ। যা গত বছরের তুলনায় ৩৮ শতাংশ বেশি ছিল।