নয়াদিল্লি: বাংলাদেশে ‘গণহত্যার মাস্টারমাইন্ড’ মহম্মদ ইউনূস৷ বিস্ফোরক অভিযোগ শেখ হাসিনার৷ যে ভাবে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ক্রমাগত আক্রমণ চলছে, যে ভাবে মন্দির, গির্জাকে নিশানা করা হচ্ছে, তাতে ইউনূস সরকারকেরই পরিকল্পনা দেখছেন প্রাক্তন প্রধানমন্ত্রী৷ মুজিব-কন্যার দাবি, মহম্মদ ইউনূসের ইন্ধনেই বাংলাদেশে নৃশংস হত্যাকাণ্ড চলছে৷ বেছে বেছে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে৷ (sheikh hasina accuses muhammad yunus)
ঝাঁঝাল আক্রমণ হাসিনার sheikh hasina accuses muhammad yunus
আমেরিকার নিউ ইয়র্কে আওয়ামি লিগের একটি সমাবেশে ভার্চুয়াল বক্তৃতা দেওয়ার সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ঝাঁঝাল আক্রমণ শানান শেখ হাসিনা৷ তিনি বলেন, ‘‘আজ, আমাকে গণহত্যার জন্য অভিযুক্ত করা হচ্ছে। কিন্তু আদতে, এই ঘটনার জন্য দায়ী মহম্মদ ইউনূস৷ এটি একটি পরিকল্পিত পরিকল্পনা৷ ছাত্র সমন্বয়কারীদের সঙ্গে মিলিত হয়ে এই পরিকল্পনা বাস্তবায়িত করা হয়েছে। তারাই গণহ্যার মূল চক্রী।’’ হাসিনা আরও বলেন, ‘‘তারিক রহমানও (বিএনপি নেত্রী তথা খালেদা জিয়ার পুত্র) লন্ডন থেকে বলেছেন, যদি এই ধরনের মৃত্যুর ঘটনা চলতে থাকে, তবে সরকার টিকবে না৷’’ গ্রেনেড বিস্ফোরণ মামলায় আদালতে মুক্তি পাওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে তারেকের প্রত্যাবর্তন নিয়ে শুরু হয়েছে জল্পনা৷
![hasina](https://kolkata24x7.in/wp-content/uploads/2024/12/hasina11.avif)
দেশত্যাগ নিয়ে হাসিনা sheikh hasina
উল্লেখ্য, গত অগাস্ট মাসে বাংলাদেশে হিংসাত্মক ছাত্র আন্দোলনের মুখে পড়ে দেশ ছাড়েন শেখ হাসিনা৷ বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন মুজিব-কন্যা৷ তাঁর দেশত্যাগের সিদ্ধান্ত নিয়ে হাসিনা বলেন, ‘‘নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছিল৷ সেই কারণেই আমি দেশছাড়ার সিদ্ধান্ত নিই। আমার মনে হয়েছিল ক্ষমতার প্রয়োজন নেই৷ কারণ, নিরাপত্তাকর্মীরা যদি গুলি চালাতেন, তাহলে বহু মানুষকে গণভবনে মরতে হত। আমি সেটা চাইনি।’’
হন্দুদের উপর নির্যাতন
হাসিনা দেশ ছাড়ার পর মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গড়ে ওঠে। অস্থির পরিস্থিতিতে কোনঠাসা হতে শুরু করেন সে দেশের সংখ্যালঘুরা৷ বেছে বেছে সংখ্যালঘুদের নিশানা করা শুরু হয়৷ হামলা চলে মন্দিরে৷ লুঠপাঠ-খুনোখুনির পাশাপাশি শুরু হয় হিন্দু মহিলাদের উপর নির্যাতন৷ দাপিয়ে বেড়াতে শুরু করে মৌলবাদীরা। দেশের এই ডামাডোল পরিস্থিতির মধ্যেও সংখ্যালঘুদের নিরাপত্তায় কোনও উদ্যোগ নেয়নি ইউনূস সরকার।
Bangladesh: Sheikh Hasina accuses Muhammad Yunus of masterminding genocide against Hindu minorities in Bangladesh. She claims Yunus’s government supports attacks on temples and churches. Hasina made these explosive allegations during a virtual speech in New York.