মুম্বই: স্বেচ্ছাসেবী সংগঠন ধ্যান ফাউন্ডেশন এবং তার প্রতিষ্ঠাতা যোগী অশ্বিনী সম্পর্কে অবমাননাকর ভিডিয়ো ইউটিউব থেকে সরানোর নির্দেশ দিয়েছিল আদালত৷ কিন্তু, আদালতের নির্দেশ সত্ত্বেও সেই ভিডিয়ো ইউটিউব থেকে সরানো হয়নি৷ এই অভিযোগে গুগল সিইও সুন্দর পিচাইকে আদালত অবমাননার নোটিস দিল মুম্বই আদালত৷ (contempt notice to google ceo sundar pichai)
‘পাখন্ডি বাবা কি কার্তুত’ ভিডিয়োকে কেন্দ্র করে বিতর্ক
‘পাখন্ডি বাবা কি কার্তুত’ নামে একটি ভিডিয়োকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত৷ বালার্ড পিয়ের-এর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২০২২ সালের মার্চ মাসে ইউটিউব থেকে এই ভিডিয়োটি সরানোর নির্দেশ দেন। কিন্তু ওই ভিডিয়োটি এখনও ইউটিউবে উপলব্ধ রয়েছে৷ যার ফলে গুগলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়৷
এনজিও-র দাবি
আদালত অবমাননার আবেদন ২০২২ সালের অক্টোবর মাসে দাখিল করা হলেও, নোটিশটি গত সপ্তাহে জারি করা হয়েছে। ওই এনজিও-র দাবি, গুগল “ইচ্ছাকৃতভাবে বিলম্ব করেছে” এবং ওই ভিডিয়োটি একই ভাবে ইউটিউবে রেখে দেওয়া হয়েছে৷ অভিযোগ, এই ভিডিয়োতে মিথ্যা এবং অপমানজনক তথ্য দেওয়া হয়েছে৷ যা ধ্যান ফাউন্ডেশন এবং যোগী অশ্বিনীর খ্যাতি নষ্ট করছে।
গুগলের বক্তব্য
এখন গুগলের বক্তব্য, ভারতের তথ্য-প্রযুক্তি আইন অনুযায়ী ইউটিউব-এর মতো মধ্যস্থতাকারী রক্ষাকবচ দাবি করে। এছাড়াও আইটি আইনের ৬৯-ক ধারা অনুযায়ী এভাবে মানহানির অভিযোগ করা যায় না। ওই ধারা অনুযায়ী কেবল কোনও ভিডিয়ো ব্লক করা যায়। তাই এই অভিযোগ ফৌজদারি আদালতে নয়, দেওয়ানি আদালতে করা উচিত।
আদালতের বক্তব্য
যদিও আদালত ইউটিউবের এই আপত্তি খারিজ করে দিয়েছে৷ সাফ জানিয়েছে, তথ্য-প্রযুক্তি আইনে সরাসরি ফৌজদারি আদালতকে এই ধরনের বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত করে না। তাছাড়া, এই ভিডিয়োর বিষয় অত্যন্ত সংবেদবশীন৷ সেই সঙ্গে ওই ভিডিয়োর বিষয়বস্তুও মানহানিকর। এই ভিডিয়ো বিশৃঙ্খল পরিস্থিতির অনুঘটক হতে পারে৷
Bharat: A Mumbai court of India issued a contempt notice to Google CEO Sundar Pichai for not removing a defamatory video about Dhyan Foundation and Yogi Ashwini from YouTube. Despite court orders in March 2022, the video remains on the platform, leading to legal action.