বর্তমানে বিশ্বে ক্রীড়া মহলের আলোচনার কেন্দ্র বিন্দুতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ (ICC Champions Trophy 2025)। চরম সংঘাতে জড়িয়েছে ভারত (India) এবং পাকিস্তান (Pakistan) দুই দেশের ক্রিকেট বোর্ড। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। কিন্তু প্রতিবেশী দেশে নিরাপত্তার কারণে ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket Team) সেখানে ছাড়পত্র দেয়নি ভারত সরকার (Indian Government)। তাই এই ইস্যুতে হস্তক্ষেপ করতে হয়েছে খোদ আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসিকে (ICC)। দুই ক্রিকেট বোর্ডের এই চরম সংঘাতের মধ্যে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে (Asia Cup U-19) ভারতকে (India) ৪৩ রানে হারাল পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team)।
ICC Champions Trophy : চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে চাপ দিতে ভয়ঙ্কর পদক্ষেপ নিল পিসিবি
Pakistan U19 begin their #ACCMensU19AsiaCup campaign on a winning note! 🏏
43-run victory achieved over India U19 💪#PAKvIND | #PakistanFutureStars pic.twitter.com/N3RcMEscfZ
— Pakistan Cricket (@TheRealPCB) November 30, 2024