হরমনজোৎ সিং খাবরা (Harmanjot Singh Khabra)। ভারতীয় ক্লাব ফুটবলে অতি পরিচিত মুখ। একটা সময় কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের হয়ে অনবদ্য পারফরম্যান্স করেছেন এই পাঞ্জাবি ফুটবলার। লাল-হলুদ জার্সিতে ডার্বি জয়ের পাশাপাশি জিতেছেন একাধিক খেতাব। কলকাতা ফুটবল লিগ থেকে শুরু করে ফেডারেশন কাপ হোক কিংবা আইলিগ। প্রতিটি ক্ষেত্রেই নিজের জাত চিনিয়ে ছিলেন এই পাঞ্জাবি ফুটবলার। সময় এগোনোর সাথে সাথেই ইস্টবেঙ্গলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার হয়ে উঠেছিলেন তিনি।
নয়া ভুমিকায় প্রাক্তন ইস্টবেঙ্গেল ফুটবলার খাবরা-Watch video
হরমনজোৎ সিং খাবরা (Harmanjot Singh Khabra)। ভারতীয় ক্লাব ফুটবলে অতি পরিচিত মুখ। একটা সময় কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের হয়ে অনবদ্য পারফরম্যান্স…