Assam : বিলুপ্ত অসমের বাঙালি প্রধান জেলা করিমগঞ্জ নাম, কী নাম দিল হিমন্ত সরকার?

অসমের (Assam) বাংলাভাষী এলাকা বরাক উপত্যকার তিনটি জেলার অন্যতম (Karimganj) করিমগঞ্জ। এই জেলার নাম পাল্টে দিল রাজ্যের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, জেলার নাম…

himanta biswa sharma

short-samachar

অসমের (Assam) বাংলাভাষী এলাকা বরাক উপত্যকার তিনটি জেলার অন্যতম (Karimganj) করিমগঞ্জ। এই জেলার নাম পাল্টে দিল রাজ্যের বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, জেলার নাম পাল্টে দেওয়া হয়েছে।

   

বাংলাভাষী অধ্যুষিত অধ্যুকরিমগঞ্জ জেলার নতুন নাম শ্রীভূমি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মঙ্গলবার ঘোষণা করেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানাতে রাজ্যের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করা হবে।

হিমন্ত বিশ্বশর্মা লিখেছেন, “100 বছরেরও বেশি আগে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অসমের আধুনিক করিমগঞ্জ জেলাকে ‘শ্রীভূমি’ – মা লক্ষ্মীর ভূমি হিসাবে বর্ণনা করেছিলেন। আজ অসম মন্ত্রিসভা আমাদের জনগণের এই দীর্ঘ দিনের দাবি পূরণ করেছে”

আসামের মুখ্যমন্ত্রী একটি ছবি শেয়ার করে লিখেছেন যাতে বলা হয়েছে যে করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখার সিদ্ধান্ত “জেলার জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে”।

বিজেপির কৃপানাথ মাল্লা করিমগঞ্জ আসনের বর্তমান সাংসদ। এই জেলা মুসলিম সম্প্রদায়ের বসবাস বেশি। অসমের বাকি দুই বাংলাভাষী প্রধান জেলা হলো কাছাড় ও হাইলকান্দি। আর কাছাড় জেলার সদর শহর শিলচর রাজ্যের বাংলাভাষীদের প্রধান কেন্দ্র। 

করিমগঞ্জের নাম বদলে শ্রীভূমি করা নিয়ে বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই জেলায় পক্ষে-বিপক্ষে বিতর্ক চলছে। মুখ্যমন্ত্রী নিজেই এদিন জানিয়ে দেন শুধু করিমগঞ্জ নয় আভিধানিক অর্থ নেই এমন আরও নাম বদলানো হবে। করিমগঞ্জ নাম বদলানোর প্রসঙ্গে রবীন্দ্রনাথের লিখিত ‘শ্রীভূমি’ শব্দ ব্যবহার করে বিতর্ক চাপা দিয়েছে বিজেপি।

1919 সালে তৎকালীন অসম বিভাগের অধীন শ্রীহট্ট (সিলেট) গিয়ে প্রাকৃতিক শোভায় মুগ্ধ হন রবীন্দ্রনাথ। তিনি সমগ্র অঞ্চলটির বর্ণনায় ‘শ্রীভূমি’ লিখেছেন। পরে ভারত বিভাগের পর সিলেটের একটি অংশ পড়েছিল পাকিস্তানে। এখন সিলেট বাংলাদেশের অন্তর্গত। দেশভাগের সময়  করিমগঞ্জ পড়ে ভারতের অংশে। জেলার নাম বদলে রবীন্দ্রনাথ বর্ণিত সেই শ্রীভূমি শব্দ আনল অসম সরকার।