School: স্কুল নিয়ে নয়া নির্দেশিকা হাইকোর্টের

করোনা অতিমারির মাঝেই শুরু হয়েছে স্কুল। রাজ্য সহ গোটা দেশেই বর্তমানে করোনা পরিস্থিতির অনেকটাই স্বাভাবিক। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানই খুলেছে। তাই বিদ্যালয় গুলি চলতি বছরের ১…

high-court

করোনা অতিমারির মাঝেই শুরু হয়েছে স্কুল। রাজ্য সহ গোটা দেশেই বর্তমানে করোনা পরিস্থিতির অনেকটাই স্বাভাবিক। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানই খুলেছে। তাই বিদ্যালয় গুলি চলতি বছরের ১ মার্চ থেকে তাদের নিয়ম অনুয়ায়ী, বিদ্যালয়ের সমস্ত ফি এবং চার্জ নিতে পারবে। শুক্রবার এমনটাই নির্দেশ দিয়েছে বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমি ভট্রাচার্যর ডিভিশন বেঞ্চের।

সেইসঙ্গে আগামী ২৫ মার্চ পর্যন্ত যে সমস্ত অভিভাবকদের স্কুলের বকেয়া বেতন বাকি রয়েছে তার ৫০ শতাংশ স্কুলগুলো মিটিয়ে দিতে হবে। এছাড়া বাকি ৫০ শতাংশ টাকা ২৫ মার্চের পর ধীরে ধীরে মিটিয়ে দিতে হবে।

   

স্কুল খুললেও মেনে চলতে হবে করোনা বিধি। মাস্ক পড়া এবং সামাজিক দূরত্ববিধি মেনে চলা বাধ্যতামূলক। স্কুল খোলার আধঘন্টা আগে পড়ুয়ারা স্কুলে যাবে। করোনা নিরাপত্তা পর্যবেক্ষণের দায়িত্বে থাকবে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা।

করোনা পরিস্থিতিতে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য স্কুল খুললেও খুদে পড়ুয়াদের স্কুলে যাওয়ার অনুমতি ছিল না। পঞ্চম থেকে সপ্তম শ্রেণীদের জন্য চালু ছিল পাড়ায় পাড়ায় শিক্ষালয় কর্মসূচি।