Muhammad Yunus: রক্তাক্ত গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা (Sheikh Hasina) ভারতে আশ্রিত। তার বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে বাংলাদেশের (Bangladesh) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে। এবার ‘পলাতক’ শেখ হাসিনাকে সরকারিভাবে ফেরৎ চাওয়ার বার্তা দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান (Muhammad Yunus) মুহাম্মদ ইউনূস। রবিবার নোবেলজয়ী অর্থনীতিবিদ তাঁর সরকারের ১০০ দিন পূরণ উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেন।
মুহাম্মদ ইউনূস বলেছেন, “স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইবো। কেবল জুলাই-আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত ১৫ বছরে সব অপকর্মের বিচার করবো।”
উল্লেখ্য টানা পনের বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। অভিযোগ, হাসিনার শাসনে বাংলাদেশে বিচারবহির্ভুত গুম খুনের ঘটনা ঘটেছিল। একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এমন অভিযোগ করেছিল। সেই প্রসঙ্গ টেনে এনেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ভাষণে তিনি বলেন, গুম, খুন ও জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় জড়িতদের শুধু দেশীয় আদালতেই নয়, আন্তর্জাতিক আদালতেও বিচারের মুখোমুখি করা হবে।
ড. মুহাম্মদ ইউনূস বলেন অভিযুক্ত যতই শক্তিশালী হোক, যে বাহিনীরই হোক তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।
ভাষণে তিনি ভোটের বার্তা দেন। ইউনূস বলেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে। এটা আর থামবে না। কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলি কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলি বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্যের মাধ্যমে।