কলকাতার ( Kolkata) আক্রপলিশ মলের সামনে উত্তেজনা ছড়াল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলির ঘটনায়। শুক্রবার সন্ধ্যায় মলের সামনেই ঘটে এই ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকে চড়ে দুই ব্যক্তি কাউন্সিলরের বাড়ির সামনে এসে হঠাৎই গুলি চালায়।
ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা জানিয়েছেন, বাইকে চেপে আসা দুই দুষ্কৃতী কাউন্সিলরের বাড়ির নিচে এসে থামে। কিছুক্ষণের মধ্যেই গুলি চালায় তারা। কাউন্সিলরের নিরাপত্তারক্ষী এবং স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। গুলির শব্দে পুরো এলাকা থমথমে হয়ে যায়।
পুলিশের পক্ষ থেকে এখনও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করা হলেও স্থানীয়রা ভিন্নমত পোষণ করেছেন। তাঁদের দাবি, কাউন্সিলরকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পুরো এলাকা ঘিরে রাখে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখার কাজও শুরু হয়েছে।
এই ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কাউন্সিলরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং পুলিশ দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় এক্রপলিস বলের কাছে সুশান্তবাবুর বাড়ির সামনের ঘটনা। দুজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বাইকে চেপে এসে সুশান্তবাবুর বুকে আগ্নেয়াস্ত্র চেপে ধরে।
সূত্রের খবর,ফায়ার করার চেষ্টা করলেও ভাগ্যক্রমে আগ্নেয়াস্ত্র লক হয়ে যাওয়াতে কার্যত নিশ্চিত বিপদ থেকে বেঁচে যান সুশান্ত বাবু। সুশান্তবাবু এই দাবি করেছেন বলে সূত্রের খবর। দুষ্কৃতীরা তৎক্ষণাৎ বাইক চালিয়ে চম্পট দেয়। যদিও পুলিশ গোটা ঘটনায় গুলি চালানোর কথা অস্বীকার করেছে বলেই জানা যাচ্ছে। কসবার মতো জনবহুল এলাকাতে এই ঘটনাটির তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
আক্রপলিশ এলাকার এই ঘটনা নিয়ে এখনও বিভিন্ন মহলে চর্চা চলছে। দুষ্কৃতীদের উদ্দেশ্য কী ছিল, তা জানতে পুলিশের তদন্তের দিকে তাকিয়ে রয়েছে সবাই।