২০২২ আর্থিক বর্ষে লক্ষ্মী লাভের আশায় লাল-হলুদ জার্সির বিনিয়োগাকারী Shree Cement

চলতি অর্থবছরে লাভের মুখ দেখার আশায় রয়েছে শ্রী সিমেন্ট (Shree Cement)। বাজারের ট্রেন্ড দেখে কোম্পানির অনুমান, এই মরশুমে লাভের হার বাড়তে পরে প্রায় ৯ শতাংশ। …

Shree Cement

short-samachar

চলতি অর্থবছরে লাভের মুখ দেখার আশায় রয়েছে শ্রী সিমেন্ট (Shree Cement)। বাজারের ট্রেন্ড দেখে কোম্পানির অনুমান, এই মরশুমে লাভের হার বাড়তে পরে প্রায় ৯ শতাংশ। 

   

পশ্চিমবঙ্গে শ্রী সিমেন্ট পরিচিত নাম। ইস্টবেঙ্গলের ইনভেস্টর হওয়ার সৌজন্যে এ রাজ্যে পরিচিতি বেড়েছে আগের থেকে। এমনটাই মনে করেন অভিজ্ঞদের অনেকে। ক্লাবের সঙ্গে কোম্পানির সম্পর্ক যাইহোক না কেন, বাঙ্গুররা যে ব্যবসাটা ভালই বোঝেন সে ব্যাপারে কোনও সন্দেহ নেই।

শ্রী সিমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, এখন মার্কেটের যা পরিস্থিতি তা ইতিবাচক বলা চলে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর মনে করছেন সিমেন্ট ব্যবসায় এ বছর ৯ শতাংশ বৃদ্ধি হতে পরে। নির্মাণের কাজের জন্য আবহাওয়া এখনো অনুকূল। দুর্যোগ না থাকার কারণে নির্মাণ কাজে আগের থেকে গতি এসেছে বলে মনে করছে কোম্পানি। ব্যাগ প্রতি সিমেন্টের দাম পাঁচ থেকে দশ টাকার বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছে শ্রী সিমেন্ট। লাভের অঙ্ক কতোটা হবে তা নির্ভর করছে আর্থিক বর্ষের প্রতি কোয়ার্টারে। 

শোনা যাচ্ছিল অন্ধ্র সিমেন্ট কোম্পানিকে কিনে নিতে পারে শ্রী সিমেন্ট। সে ব্যাপারেও প্রশ্ন করা হয়েছিল সম্প্রতি। কোম্পানির তরফে জানানো হয়েছিল যে অন্ধ্র সিমেন্ট কোম্পানিকে কেনা হবে এমনটা তারা (শ্রী সিমেন্ট) কখনও দাবি করেনি। সুতরাং এ ব্যাপারে সংবাদ মাধ্যমে কথা এগোতে রাজি নন বাঙ্গুর।