মাধ্যমিক নিয়ে নয়া বিজ্ঞপ্তি পর্ষদের

কয়েকদিন বাদেই মাধ্যমিক পরীক্ষা। করোনা আবহের মধ্যেই অফলাইনে পরীক্ষা হবে। বৃহস্পতিবার পরীক্ষা সংক্রান্ত নয়া বিজ্ঞপ্তি জারি করল মধ্য শিক্ষা পরিষদ। আগামী ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিকের অ্যাডমিট…

school reopen in west bengal

কয়েকদিন বাদেই মাধ্যমিক পরীক্ষা। করোনা আবহের মধ্যেই অফলাইনে পরীক্ষা হবে। বৃহস্পতিবার পরীক্ষা সংক্রান্ত নয়া বিজ্ঞপ্তি জারি করল মধ্য শিক্ষা পরিষদ। আগামী ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। পর্ষদের অফিস থেকে স্কুলের প্রধান শিক্ষকরা সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত কার্ড নিতে পারবে। কার্ডে ত্রুটি থাকলে ৪ মার্চের মধ্যে সংশোধন করতে হবে।  

Advertisements

করোনা পরিস্থিতিতে অফলাইনে নিজেদের স্কুলেই পরীক্ষা দিতে পারবে পরীক্ষার্থীরা। করোনা বিধি মেনে পরীক্ষাকেন্দ্রে বাড়ানো হলেও হোম সেন্টার করা হচ্ছে না। ২০২২-এর মাধ্যমিক শুরু হবে ৭ মার্চ, সোমবার থেকে এবং ১৬ মার্চ, বুধবার শেষ পরীক্ষা। সকাল ১১.৪৫ থেকে ৩ টে পর্যন্ত পরীক্ষা হবে। 

   

করোনা পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে।‌ এর মধ্যে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু করতে চলেছে পর্ষদ। অর্থাৎ, আপাতত পরীক্ষার নির্ঘন্ট বদল হচ্ছে না বলেই মনে করা হচ্ছে।

একনজরে রইল পরীক্ষার সময়সূচি: 

৭.০২.২২ – বাংলা

৮.০২.২২ – ইংরেজি 

৯.০২.২২ – ভুগোল

১১.০২.২২ – ইতিহাস

Advertisements

১২.০২.২২ – জীবন বিজ্ঞান

১৪.০২.২২ – অঙ্ক 

১৫.০২.২২ – ভৌত বিজ্ঞান

১৬.০২.২২ – ঐচ্ছিক বিষয়।