দিন কয়েক অপেক্ষা মাত্র। তারপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী হায়দরাবাদের গাছিবাউলি স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী মালয়েশিয়া। গত ইন্টারকন্টিনেন্টাল কাপের হতাশা ভুলে এখান থেকেই প্রথম জয় ছিনিয়ে নিতে বদ্ধপরিকর ব্লু-টাইগার্সরা। মাস খানেক আগে ভিয়েতনামের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেললেও সেখানে আসেনি জয়। নির্ধারিত সময়ের শেষে থেকে গিয়েছিল অমীমাংসিত ফলাফল। তবে এবারের এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছেন না মানোলো মার্কুয়েজ।
Also Read | দেশের প্রথম মহিলা কোচ হিসেবে অভিনব রেকর্ড প্রিয়ার
তাই সবদিক বিবেচনা করেই গত কয়েক সপ্তাহ আগে নির্দিষ্ট ফুটবলারদের একটি তালিকা প্রকাশ করেন এই স্প্যানিশ কোচ। এখন তাঁদের নিয়েই শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন ভারতীয় দলের বর্তমান দায়িত্বপ্রাপ্ত কোচ। সেই অনুযায়ী একাধিক নতুন প্রতিভাকে এবার দেখা যেতে চলেছে ভারতীয় দলের জার্সিতে। যেদিকে নজর রয়েছে দেশের আপামর ফুটবলপ্রেমী মানুষদের। তবে শুধুমাত্র নতুন মুখ নয়, সাফল্য পাওয়ার জন্য একাধিক চেনা মুখকে ও স্কোয়াডে রেখেছেন এই স্প্যানিশ কোচ। বলতে গেলে প্রবীণ -নবীনের মিশেল নিয়েই এবার মাঠে নামবে ভারতীয় ফুটবল দল।
Also Read | ক্রিকেটারের পর এবার দুই ফুটবলারের প্রেমে মজেছেন উর্বশী
এসবের মাঝেই নিজেদের প্রস্তুতি নিয়ে মুখ খুললেন ভিবিন মোহনন (Vibin Mohanan)। মালয়েশিয়া ম্যাচ খেলার আগে একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ” ক্লাবে খেলার তুলনায় জাতীয় দলের হয়ে খেলার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এখানে সিনিয়রদের সঙ্গে যথেষ্ট উন্নত মানের ফুটবল খেলতে হয়। আসন্ন ম্যাচের জন্য আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালোভাবেই এগোচ্ছে। বিশেষ করে আমি একজন জুনিয়র ফুটবলার হিসেবে এই প্রস্তুতি শিবির থেকে অনেক কিছু শিখছি। দলের সিনিয়রদের পাশাপাশি কোচ আমাদের যথেষ্ট সহায়তা করছেন।”
Also Read | ভারতীয় ফুটবলের অগ্রগতি নিয়ে কী বলছেন পেদ্রো বেনালি?
পাশাপাশি এই তরুণ মিডফিল্ডার আরও বলেন, ” আমি সবসময় উইথ দ্যা বল খেলতে চাই। তবে কোচের সিদ্ধান্তের উপরেই সমস্ত কিছু নির্ভর করছে। তাঁরা কীভাবে ও কোন পদ্ধতি অবলম্বন করে গোটা দলকে খেলাতে চায়। আমি মনে করি এই শিবিরে থেকে দিনের পর দিন নিজেকে আরও উন্নত করতে তুলতে পারছি। মাঠে নেমে সেরাটা দিতে চাই।”