চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) কোয়ার্টার ফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখল লিভারপুল। শেষ ষোলোর প্রথম লেগের অ্যাওয়ে ম্যাচে তারা ইন্টার মিলানকে ২-০ গোলে হারাল। ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দিয়াগো জোতাকে তুলে ফিরমিনোকে মাঠে নামান জুরগেন ক্লপ। পরিবর্ত হিসাবে নেমে ৭৫ মিনিটে অল রেডসের হয়ে প্রথম গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডই। এর আট মিনিট পর ব্যবধান বাড়ান মহম্মদ সালাহ।
এদিকে, চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় প্রথম লেগের অ্যাওয়ে ম্যাচে কোনও ক্রমে ড্র করে মাঠ ছাড়ল বায়ার্ন মিউনিখ। ম্যাচের ২১ মিনিটে আডামুর গোলে এগিয়ে যায় সালজবার্গ। গোল হজম করে একের পর এক আক্রমণ শানাতে থাকে জামার্না জায়ান্টরা।
কিন্তু কাজের কাজটি কিছুতেই হচ্ছিল না। একটা সময় হারের দুঃস্বপ্ন তাড়া করছিল বায়ার্নকে। কিন্তু নির্ধারিত সময়ের একেবারের শেষ মিনিটে বায়ার্নকে সমতায় ফেরান কিংসলে কোম্যান। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র দিয়েই মাঠ ছাড়তে হয় বায়ার্ন লেওয়ানডস্কি-মুলারদের।