কথা মতোই ১১ নভেম্বর অর্থাৎ সোমবার ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল নতুন প্রজন্মের Maruti Suzuki Dzire। চতুর্থ প্রজন্মের এই সেডান গাড়ির দাম ৬.৭৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। আবার টপ-স্পেক ভ্যারিয়েন্টের মূল্য ১০.১৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। জানিয়ে রাখি, এটি গাড়িটির ইন্ট্রোডাক্টরি প্রাইস। অর্থাৎ কিছুদিন বাদে এর দাম বাড়ানো হবে।
সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন সহ বাজারে এল ভেসপার এই অত্যাধুনিক স্কুটার
সবচেয়ে আকর্ষণের বিষয়, মারুতির সুজুকির এই গাড়ি ‘কম সুরক্ষিত’-র তকমা ঘোচাতে পেরেছে। গ্লোবাল এনক্যাপ থেকে এটি পাঁচ তারার সেফ্টি রেটিং পেয়েছে। ফলে এতদিনের বদনাম আর রইল না। তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে, যে ভারতে গাড়িটি সুরক্ষার বিচারে কত নম্বর পায় এখন তাই দেখার।
নতুন Maruti Suzuki Dzire : ডিজাইন
ডিজাইনের দিক থেকে Maruti Suzuki Dzire বেশ কিছু সেগমেন্টের প্রথম ফিচার পেয়েছে। যার মধ্যে রয়েছে বোল্ড গ্রিল, এলইডি ডিআরএল সহ এলইডি ক্রিস্টাল ভিশন হেডল্যাম্প এবং এলইডি রিয়ার কম্বিনেশন ল্যাম্প। গাড়িটি নতুন ১৫ ইঞ্চি অ্যালয় হুইলে চলে। আবার কিছু নতুন সংযোজনের মধ্যে একটি শার্ক ফিন অ্যান্টেনা এবং একটি বুট লিড স্পয়লার অন্তর্ভুক্ত।
উচ্চ শক্তির এই ইঞ্জিন থাকবে সর্বদা ঠান্ডা! Honda-র উন্মোচিত V3 প্রযুক্তি নজির গড়বে
নতুন Maruti Suzuki Dzire : ফিচার্স
উল্লেখ্য, 2024 Dzire সংস্থার নয়া ভার্সনের Swift-এর উপর ভিত্তি করে এসেছে। যদিও সেডান গাড়িটি ডুয়েল টোন কালারের ড্যাশবোর্ড সহ বেছে নেওয়া যাবে। এর সঙ্গে রয়েছে উডেন ড্যাশবোর্ড ফিনিশ। ফিচারের মধ্যে এতে উপস্থিত ওয়্যারলেস অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো, আরকামিস সারাউন্ড সেন্স, 360-ডিগ্রি ক্যামেরা, স্বয়ংক্রিয় এসি, ক্রুজ কন্ট্রোল, বৈদ্যুতিক সানরুফ, রিয়ার এসি ভেন্টস, রিয়ার আর্মরেস্ট এবং সুজুকি কানেক্ট সহ একটি নতুন ৯-ইঞ্চি স্মার্টপ্লে প্রো + ইনফোটেইনমেন্ট সিস্টেম।
“বিগ বাইক” পছন্দ? Duke ও ADV রেঞ্জের একাধিক মডেল আনছে কেটিএম, এমাসেই লঞ্চ
সংস্থার পঞ্চম প্রজন্মের হার্টেক্ট প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে 2024 Maruti Suzuki Dzire। স্ট্যান্ডার্ড সুরক্ষা বৈশিষ্ট্যগুলির মধ্যে ছয়টি এয়ারব্যাগ, একটি ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম, হিল হোল্ড অ্যাসিস্ট, ইবিডি সহ এবিএস, ব্রেক অ্যাসিস্ট, সমস্ত আসনের জন্য তিন-পয়েন্ট সিটবেল্ট এবং আইসোফিক্স মাউন্ট অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, একটি রিয়ার ডিফগার স্ট্যান্ডার্ড বেছে নেওয়া যাবে।
নতুন Maruti Suzuki Dzire : ইঞ্জিন
নয়া ভার্সনের Swift-এর ইঞ্জিনেই ছুটবে এই গাড়ি। এর Z12E ১.২ লিটার ৩-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন থেকে ৮১.৫৮ পিএস শক্তি এবং ১১১.৭ এনএম টর্ক উৎপন্ন হয়। গাড়িটি ৫-স্পিড এমটি এবং ৫-স্পিড এএমটি গিয়ার অপশনে উপলব্ধ। আবার সিএনজি ভার্সনের সঙ্গে রয়েছে একটি ৫-স্পিড এমটি। 2024 Dzire-এর এমটি এবং এএমটি মডেল থেকে এক লিটার পেট্রেলে যথাক্রমে ২৪.৭৯ কিমি এবং ২৫.৭১ কিমি মাইলেজ পাওয়া যাবে বলে দাবি সংস্থার।