Bangladesh: জিরো টলারেন্স নীতি, হাসিনার নির্দেশে ১০ হাজার ‘গদ্দার’ নেতা ছাঁটাই

এতবড় মাপের রাজনৈতিক শুদ্ধিকরণ অভিযান উপমাহাদেশের রাজনীতিতে বিরলতম। বাংলাদেশের (Bangladesh) ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অভ্যন্তরীণ ‘বিদ্রোহ’ থামাতে দলনেত্রী শেখ হাসিনার কড়া নির্দেশে দশ হাজার নেতার…

Bangladesh: জিরো টলারেন্স নীতি, হাসিনার নির্দেশে ১০ হাজার 'গদ্দার' নেতা ছাঁটাই

এতবড় মাপের রাজনৈতিক শুদ্ধিকরণ অভিযান উপমাহাদেশের রাজনীতিতে বিরলতম। বাংলাদেশের (Bangladesh) ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অভ্যন্তরীণ ‘বিদ্রোহ’ থামাতে দলনেত্রী শেখ হাসিনার কড়া নির্দেশে দশ হাজার নেতার সমস্তরকম সাংগঠনিক পদ চলে গেল। 

Advertisements

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি একইসঙ্গে দল ও সরকার পরিচালনার মূল কাণ্ডারী। 

   

বিশেষ আওয়ামী লীগ সূত্র মারফত Kolkata24x7 জানতে পেরেছে, দশ হাজার আঞ্চলিক ও স্থানীয় নেতার তালিকায় জাতীয়স্তরের কয়েকজন আছেন। তাঁরা সংগঠনে শক্তিশালী মুখ। আওয়ামী লীগ কেন্দ্রীয়স্তরের সঙ্গে তাঁদের বিশেষ সংযোগ রয়েছে।

আওয়ামী লীগ সূত্রে খবর, দলীয় শৃঙ্খলাবিরোধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন নেত্রী শেখ হাসিনা। 

Advertisements

সাম্প্রতিক ইউনিয়ন পরিষদ (আঞ্চলিক ভোট) নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে টিকিট না পাওয়া বিক্ষুব্ধরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাৎপর্যপূর্ণ, এই বিদ্রোহীদের দাপটে মূল আওয়ামী লীগ প্রার্থীদের বড় অংশের পরাজয় হয়। দলের রাশ আলগা হচ্ছে দেখে কড়া সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা। 

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ার আগ পর্যন্ত কেউ দলীয় কোনো পদে আসতে পারবেন না বলে জানিয়েছে আওয়ামী লীগ। যাদের শো-কজ করা হয়েছে তাদের জবাব সন্তোষজনক না হলে একই নিয়ম কার্যকর হবে বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে।