Jadavpur University: উত্তরাখন্ডে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রহস্যমৃত্যু। ঘটনার জেরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। গত ফেব্রুয়ারির পর ফের আরও এক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মৃত্যু। এর আগে ফেব্রুয়ারি মাসে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক অধ্যাপকের আত্মহত্যার ঘটনা সামনে আসে। এরপর ভিনরাজ্যে গিয়ে মৃত্যু আরেক অধ্যাপকের।
জানা যাচ্ছে, উত্তরাখণ্ডের এক হোটেরলের দরজা ভেঙে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। খুন নাকি আত্মহত্যা, উত্তর খুঁজছে উত্তরাখণ্ড থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম মৈনাক পাল, ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক। মৈনাক বাবু সম্প্রতি বন্ধুদের সঙ্গে উত্তরাখণ্ডের আলমোড়ায় বেড়াতে যান। কিন্তু ফেরার দিন আলমোড়ার একটি হোটেলের দরজা ভেঙে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক অনুমান আত্মহত্যার দিকেই ইঙ্গিত দিচ্ছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত না হলে কিছু বলা সম্ভব নয় বলেই জানিয়েছে পুলিশ। জাতীয় এক সংবাদমাধ্যমকে মৈনাকবাবুর পরিবার জানিয়েছে যে তাঁর পক্ষে আত্মহত্যার মতো সিদ্ধান্ত কখনওই নেওয়া সম্ভব নয়। ঘটনার তদন্ত করছে উত্তরাখণ্ডের পুলিশ।
সংবাদমাধ্যমকে ঘটনা প্রসঙ্গে জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেছেন, “আমরা শুনেছি উনি বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। পরশু ফেরার কথা ছিল। একটি হোটেল থেকে দেহ উদ্ধার হয়েছে। মৈনাক খুব ঠাণ্ডা মাথার ভদ্র ছেলে। ও এই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র। এত ভাল ছেলেটার কী হয়ে গেল জানি না।”