Kolkata Derby: ইস্টবেঙ্গল-মহামেডান ডার্বিতে একাদশে সুযোগ পেলেন কারা?

আধ ঘন্টার অপেক্ষা মাত্র। তারপরেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হয়ে যাবে এই মরসুমের তৃতীয় ডার্বি (Kolkata Derby) ম্যাচ।  যেখানে ইমামি ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে মহামেডান স্পোর্টিং…

East Bengal vs Mohammedan SC

short-samachar

আধ ঘন্টার অপেক্ষা মাত্র। তারপরেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হয়ে যাবে এই মরসুমের তৃতীয় ডার্বি (Kolkata Derby) ম্যাচ।  যেখানে ইমামি ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে মহামেডান স্পোর্টিং ক্লাব। যেদিকে নজর রয়েছে বাংলার আপামর ফুটবলপ্রেমী জনতার। হিসাব অনুযায়ী এখনও পর্যন্ত এই আইএসএল মরসুমে জয় ছিনিয়ে নিতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। টানা ছয়টি ম্যাচেই পরাজিত হতে হয়েছে ময়দানের এই প্রধানকে। অন্যদিকে, দুরন্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে সিজনের শুরু করলেও শেষ তিনটি ম্যাচে পরাজিত হয়েছে মহামেডান।

   

সেই হতাশা কাটিয়ে আজকের এই ডার্বি ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর সাদা-কালো ব্রিগেড। তবে ঘরের মাঠে ম্যাচ থাকায় সহজ ছাড়তে নারাজ অস্কার ব্রুজনের ইমামি ইস্টবেঙ্গল। সেইমতো নিজেদের একাদশ সাজিয়েছে লাল-হলুদ ও সদা-কালো ব্রিগেড। অন্যান্য দিনের মতো আজও ইস্টবেঙ্গলের হয়ে দলের তিন কাঠি সামাল দেবেন প্রভসুখান সিং গিল। পাশাপাশি রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন যথাক্রমে মহম্মদ রাওকিপ, লালচুংনুঙ্গা, আনোয়ার আলি, এবং হিজাজি মাহের। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে তাঁর এই ডার্বি ম্যাচ খেলা নিয়ে ধোঁয়াশা থাকলেও শেষ পর্যন্ত এই বিদেশি ডিফেন্ডারকে রেখেই একাদশ সাজালেন লাল-হলুদ কোচ।

পাশাপাশি মাঝমাঠের দখল নেওয়ার জন্য অধিনায়ক সাউল ক্রেসপোর সঙ্গে থাকছেন যথাক্রমে সৌভিক চক্রবর্তী এবং মাদিহ তালাল। দুই উইংয়ে থাকছেন নাওরেম মহেশ সিং এবং নন্দকুমার সেকার। এবং ফরোয়ার্ড লাইনে ঝড় তোলার জন্য থাকছেন গ্ৰীক ফরোয়ার্ড দিমিত্রিওস ডায়মান্তাকস। অন্যদিকে, ফরাসি ডিফেন্ডার ফ্লোরেন্ট ওগিয়ারকে রেখেই একাদশ সাজিয়েছে সাদা-কালো ব্রিগেড। তাঁদের গোলরক্ষক হিসেবে থাকছেন ভাস্কর রায়। পাশাপাশি রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন যথাক্রমে গৌরব বোরা, ভ্যানলালজুইডিকা, জোডিংলিয়ানা রাল্টে, এবং ফ্লোরেন্ট ওগিয়ার।

পাশাপাশি মাঝমাঠের দায়িত্বে থাকছেন অমরজিৎ সিং কিয়াম, মিরজালল কাসিমভ এবং অ্যালেক্সিস গোমেজ। সেইসাথে সাদা-কালো দলের হয়ে আপফ্রন্টে ঝড় তোলার জন্য থাকছেন যথাক্রমে লালরেমসাঙ্গা ফানাই, ফ্রাঙ্কা, এবং বিকাশ সিং।