নব্বই দশকের স্মৃতি ফেরাল Kawasaki, EICMA-তে উন্মোচিত এই বাইক

কাওয়াসাকি (Kawasaki) দীর্ঘদিন ধরেই তাদের লাইনআপে একটি নতুন অ্যাডভেঞ্চার বাইক লঞ্চের পরিকল্পনা করছিল। এতদিনে তা বাস্তবায়িত হল। ইতালির মিলানে চলতি EICMA শো-তে উন্মোচিত হল সংস্থার…

Kawasaki KLE adventure

কাওয়াসাকি (Kawasaki) দীর্ঘদিন ধরেই তাদের লাইনআপে একটি নতুন অ্যাডভেঞ্চার বাইক লঞ্চের পরিকল্পনা করছিল। এতদিনে তা বাস্তবায়িত হল। ইতালির মিলানে চলতি EICMA শো-তে উন্মোচিত হল সংস্থার নতুন মডেল। যদিও কাওয়াসাকি বাইকটির সম্পূর্ণ দর্শন করায়নি। একটি বড় বাক্সের মধ্যে থেকে বাইকটিকে উঁকি দিতে দেখা যাচ্ছে।

শক্তিশালী ইঞ্জিন ও আধুনিক ফিচারসমৃদ্ধ বাইক শীঘ্রই আসছে ভারতে

   

বাক্সটির গায়ে লেখা রয়েছে ‘Life’s a Rally. Ride it’ and ‘KLE’। যার তর্যমা করলে দাঁড়ায় ‘জীবন একটা মিছিল। এটি চালিত করে দেখুন। অর্থাৎ কোম্পানি এখন তাদের KLE ব্র্যান্ডের প্রত্যাবর্তন করতে চাইছে বলেই অনুমান করা হচ্ছে। এটি ১৯৯১ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাজারে দাপিয়ে বেড়িয়েছিল। এটি ছিল একটি টুরিং মোটরসাইকেল। যা একটি ৫০০ সিসি, প্যারালাল টুইন ইঞ্জিনে ছুটত।

এবারে কাওয়াসাকি (Kawasaki) তাদের এই বাইকের সামনে ২১ ইঞ্চি স্পোক হুইল ব্যবহার করেছে। এটি বাজারে KLE500 নামে বাজারে হাজির করা হতে পারে। টুরিংয়ের চাইতেও ডিজাইলের দিক থেকে এটি একটি অ্যাডভেঞ্চার বাইক। এতে উপস্থিত বেশ কিছু বৈশিষ্ট্য প্রমাণ দেয় যে বাইকটি একাধিক সিলিন্ডারের সঙ্গে আসবে। যেমন এতে থাকছে একজোড়া হেডার পাইপ এবং একটি রেডিয়েটর।

আধুনিক ডিজাইনে মোড়া ই-স্কুটার, বাজারে হইচই ফেলতে আসছে হিরো

কাওয়াসাকির (Kawasaki) এই বাইকে সাসপেনশন এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে অধিক অফ-রোডের সক্ষমতা পায়। এছাড়া এখন এই বাইকটর প্রসঙ্গে বিশেষ কিছু জানা যায়নি। ২০২৫-এ বাইকটি বিশ্বসাজারে আত্মপ্রকাশ করতে পারে বলে আশা করা হয়েছে। তবে এটি ভারতের বাজারে লঞ্চ হবে কিনা তা এখনও জানা যায়নি।