লিউকোমিয়ায় আক্রান্ত এক মার্কিন মহিলার দেহে এইচআইভি (HIV) ভাইরাস ছিল। তিনি এই দূরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ডেনভার শহরে তার সুস্থ হয়ে ওঠার ঘটনা সাংবাদিক সম্মেলনে প্রকাশ করা হয়। তিনি ১৪ মাস ধরে এইচআইভি ভাইরাস মুক্ত আছেন।
স্টেম সেল বা অস্থিমজ্জা পরিবর্তন করে এইচআইভি ভাইরাসমুক্ত হয়েছেন ওই মহিলা। বলা হয়েছে এ পর্যন্ত তিন ব্যক্তি স্টেম সেল পরিবর্তনের মাধ্যমে ভয়াবহ এই ভাইরাস থেকে মুক্তি পেলেন।
আইন অনুযায়ী মহিলার নাম পরিচয় গোপন রাখা হয়েছে। তিনি মাইলয়েড লিউকেমিয়ায় আক্রান্ত ছিলেন। চিকিৎসকরা স্টেম সেল থেরাপি প্রয়োগ করেন। পরবর্তী সময় তাকে কোনো অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপিও নিতে হয়নি। এই শক্তিশালী থেরাপি এইচআইভি চিকিৎসায় ব্যবহৃত হয়।
তবে নারী হিসেবে প্রথম এইচআইভি মুক্ত হলেও এই সাফল্য প্রথম নয়। এর আগেও দুজন পুরুষ স্টেম সেল থেরাপির মাধ্যমে এইচআইভি মুক্ত হয়েছেন। তাই আগেও এই বিষয়ে সাফল্য এসেছে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক এডস সোসাইটির সভাপতি শ্যারন লিউইন বলেন, এই নিয়ে তৃতীয়বার এই চিকিৎসার মধ্যমে এইচআইভি থেকে সেরে ওঠা সম্ভব হলো। নারীদের ক্ষেত্রে এটাই প্রথমবার।