নিউটাউনে নির্মিত হচ্ছে প্রয়াত মুখ্যমন্ত্রী ও বাম জননেতা জ্যোতি বসুর (Jyoti Basu) নামে একটি বিশেষ রিসার্চ (Research Center) সেন্টার—‘জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ’। সিপিআই (এম) কর্মীদের দানের টাকায় এই সেন্টারটি গড়ে উঠেছে। ২০২২ সালের ৮ জুলাই, জ্যোতি বসুর ১০৯তম জন্মবার্ষিকীতে নিউটাউনে এই রিসার্চ সেন্টারের কাজ শুরু হয়। ওইদিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আনুষ্ঠানিকভাবে কাজের সূচনা করেন। সেন্টারের প্রথম পর্যায়ের ভবন নির্মাণ কার্যক্রমও বেশ কিছুদিন ধরে চলছে এবং এখন তা শেষের পথে।
সিপিআই (এম) সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৭ জানুয়ারি, জ্যোতি বসুর মৃত্যু দিবসেই এই গবেষণা কেন্দ্রের একটি অংশ উদ্বোধন হবে। দলীয় নেতা রবীন দেব সুখবরটি জানিয়েছেন, ‘১৭ জানুয়ারি জ্যোতি বসুর মৃত্যু দিবস, তাই ওইদিন তাঁর নামে সেন্টারের প্রথম অংশ উদ্বোধন করা হবে’।
এই গবেষণা কেন্দ্রটির নির্মাণ কাজের প্রথম ধাপ প্রায় শেষ, তবে পুরো প্রকল্পের কাজ কবে শেষ হবে, তা নিশ্চিতভাবে বলা সম্ভব হয়নি। তবে, সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে দলীয় পরিকল্পনা চলছে এবং সব কিছু ঠিক থাকলে ১৭ জানুয়ারি এই উদ্বোধনী অনুষ্ঠান হবে। উদ্বোধন পরবর্তী সময়েই সিপিআই (এম) দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকও কলকাতায় হতে পারে। এই বৈঠকে দলের পরবর্তী পার্টি কংগ্রেসের রাজনৈতিক লাইন নিয়ে আলোচনা হবে।
এদিকে, সিপিআই (এম) দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক সম্প্রতি দিল্লিতে ৩-৫ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। সেখানে দলের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ঝাড়খণ্ডে বিজেপি নেতাদের সাম্প্রদায়িক বক্তব্য এবং আদর্শ আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে। ১০০ দিনের কাজের কর্মীদের অধিকারের ওপর আক্রমণ এবং কৃষিক্ষেত্রে সারের ঘাটতি নিয়েও সিপিআই (এম) কর্মসূচি গ্রহণ করেছে।
অপরদিকে, দলের ২৪তম পার্টি কংগ্রেসের খসড়া রাজনৈতিক প্রস্তাব তৈরি করতে তামিলনাডুর মাদুরাইতে আগামী বছরের ২-৬ এপ্রিল একটি বৈঠক হবে। সিপিআই (এম) কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, এই কংগ্রেসের জন্য রাজ্যভিত্তিক প্রতিনিধিদের কোটাও চূড়ান্ত করা হয়েছে, যাদের আসন্ন রাজ্য সম্মেলনে নির্বাচিত করা হবে।
এছাড়া, সিপিআই (এম) নেতা তন্ময় ভট্টাচার্যকে ৯ নভেম্বর দুপুরে আলিমুদ্দিন স্ট্রিটে ডেকে পাঠানো হয়েছে, তাকে এক মহিলা সাংবাদিককে হেনস্তা করার মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে।