বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষের ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী (next CM) হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), কুণাল ঘোষের (Kunal Ghosh) ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা। পশ্চিমবঙ্গে পরবর্তী বিধানসভা নির্বাচন ২০২৬ সালে। তৃণমূল…

Abhishek Banerjee next CM Kunal

short-samachar

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী (next CM) হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), কুণাল ঘোষের (Kunal Ghosh) ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা। পশ্চিমবঙ্গে পরবর্তী বিধানসভা নির্বাচন ২০২৬ সালে। তৃণমূল কংগ্রেস ও বিজেপিসহ রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। ৭ নভেম্বর তৃণমূল কংগ্রেস সাংসদ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্নে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। জন্মদিনের আগে তৃণমূল কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের ফেসবুক পোস্টের জেরে উত্তপ্ত হয়েছে বাংলার রাজনীতি। তিনি তার ফেসবুক পোস্টে দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

   

কুনাল ঘোষ তার ফেসবুক পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবিষ্যত মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। তিনি লিখেছেন, তিনি যেন খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, তার চোখের সমস্যা পুরোপুরি সেরে যায়। কম বয়সেই যোগ্য নেতৃত্বের যে ছাপ অভিষেক রাখছে, সময়ের সঙ্গে তা আরও ব্যাপকতর হতে থাকুক।

তিনি আরও লেখেন, আমি নিজে সক্রিয় রাজনীতিতে থাকি বা না থাকি, এই উদীয়মান তারকার উপর গুরুত্বসহ নজর রাখবই। বয়সে ছোট, কিন্তু যতদিন আমি তৃণমূলে সক্রিয় থাকব, ও আমার নেতা। তার বাইরে স্নেহ করি, ভালোবাসি। মমতাদিকে দীর্ঘকাল দেখেছি, এখন অভিষেককেও দেখছি। দ্রুত আরও পরিণত। আবেগের সঙ্গে মিশছে আধুনিক পদ্ধতি, প্রযুক্তি। আরও ধারালো হচ্ছে অভিষেক। সময়ের নিয়মে মমতাদির পর একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে অভিষেক, তৃণমূল কংগ্রেসের সেনাপতি থেকে যুগান্তরের পতাকায় কান্ডারী। মমতাদির ঘরানার সময়োপযোগী ধারক ও বাহক। মমতাদির নেতৃত্ব চলতে থাকুক, আর তার মধ্যেই আগামীর পদধ্বনি হতে থাকুক বাংলার রাজনৈতিক সামাজিক চালচিত্রে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জন্মদিনের আগাম শুভেচ্ছা পোস্ট করেছেন কুণাল ঘোষ। বৃহস্পতিবার অভিষেক ব্যানার্জির জন্মদিন। তার আগে দলের একজন গুরুত্বপূর্ণ নেতার এমন পোস্ট নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে এই প্রথমবার নয় কুনাল ঘোষ তার এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি বলে পোস্ট করেছেন। এমনকি সাংবাদিক বৈঠকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি বলে উল্লেখ করেছিলেন।

প্রসঙ্গত, কয়েকদিন আগে কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ মণ্ডল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করেছিলেন। বিজয়া সম্মিলনীর মঞ্চে বিধায়কের এই মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এমন কথা তৃণমূলের অনেক নেতার মুখেও শোনা গেছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাঁর রাজনৈতিক উত্তরসূরি হিসাবে ঘোষণা করেছিলেন, কিন্তু প্রশ্ন উঠছে যে কুণাল ঘোষকে বারবার এই কথা উল্লেখ করতে হচ্ছে কেন? তাহলে দলের কারও কি এ নিয়ে কোনো সন্দেহ আছে? তবে এ নিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, ‘বেশি তেল দিলে অভিষেক পড়ে যাবে, ২৬ আগে আসতে দিন, কী হয়’?