প্রকাশ্যে দুষ্কিতি তান্ডব, দিল্লির দুই পৃথক জায়গায় চলল কয়েক রাউন্ড গুলি

সোমবার  দিল্লির (Delhi) আলিপুর থানা এলাকায় গুলি (Gunfire) চালানোর (incident) ঘটনা ঘটেছে। আলিপুর থানার অন্তর্গত বুধপুরে, মোটরসাইকেল আরোহী দুষ্কৃতীরা এক ব্যবসায়ীর দোকানে কয়েক রাউন্ড গুলি…

A group of people holding placards and raising slogans during a protest. One of the placards reads "Save Democracy, Save Constitution"

সোমবার  দিল্লির (Delhi) আলিপুর থানা এলাকায় গুলি (Gunfire) চালানোর (incident) ঘটনা ঘটেছে। আলিপুর থানার অন্তর্গত বুধপুরে, মোটরসাইকেল আরোহী দুষ্কৃতীরা এক ব্যবসায়ীর দোকানে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কারো হতাহত হওয়ার খবর নেই। একই সময়ে দিল্লির নাংলোই এলাকা থেকে গুলি চালানোর আরেকটি ঘটনা সামনে এসেছে।

বিকাল ৩টার দিকে উত্তর-দিল্লির আলিপুর এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটে। এ সময় বাইকে করে এসে তিন দুষ্কৃতী এক ডিলারের অফিসে কয়েক রাউন্ড গুলি চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানায়, গুলি করার পর দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে যে তারা বুধপুরে  গ্যাস এজেন্সির কাছে গুলি চালানোর ঘটনার খবর পেয়েছে।
পুলিশ জানিয়েছে, বিকেল ৩টার দিকে তারা আলিপুর এলাকায় গুলি চালানোর খবর পান। তদন্তে পুলিশ জানতে পারে, বাইকে করে এসেছিল ৩ জন। তারা ডিলারের অফিসে ঢুকে ভবন লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে, পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

   

পুলিশ আরও জানিয়েছে, দ্বিতীয় গুলির ঘটনাটি ঘটেছে দিল্লির নাংলোই এলাকায়। এ ঘটনায় নাংলোইতে একটি ফার্নিচারের দোকানের বাইরে গুলি চালানো হয়।  গুলি চালানোর পর সেখানে একটি লিফলেটও ফেলেছে দুর্বৃত্তরা।

পুলিশ সূত্রে জানা গেছে, যারা নাংলোইতে ফার্নিচারের দোকানে গুলি চালিয়েছে তারা সেখানে একটি লিফলেট রেখে গেছে। যেখানে গ্যাংস্টার অঙ্কেশ লাকড়ার নাম লিখে মুক্তিপণ দাবি করা হয়েছে। এ ঘটনা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুক্তিপণ আদায়ের জের ধরে এ গুলি চালানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।