আগামী বছর গোটা রুটজুড়ে ছুটবে ইস্ট-ওয়েস্ট মেট্রো, কবে থেকে চালু?

ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West Metro) গোটা রুটে কবে থেকে সম্পূর্ণ মেট্রো পরিষেবা চালু হবে তা নিয়ে বেশ অনেকদিন ধরেই অনেকের প্রশ্ন ছিল। তবে শোনা যাচ্ছে,…

Next year, the East-West Metro will run throughout the entire route. When will it be inaugurated?

ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East West Metro) গোটা রুটে কবে থেকে সম্পূর্ণ মেট্রো পরিষেবা চালু হবে তা নিয়ে বেশ অনেকদিন ধরেই অনেকের প্রশ্ন ছিল। তবে শোনা যাচ্ছে, খুব শীগ্রই সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর পুজোর আগে অর্থাৎ ২০২৫ সালের পুজোর আগেই গোটা রুটজুড়ে ছুটবে ইস্ট-ওয়েস্ট মেট্রো।

বর্তমানে বউবাজারের বেশ জটিল অংশের কাজ চালাচ্ছেন তাঁরা। সেখানকার প্রায় ২০০ মিটার অংশের কাজ চলছে। এক সংবাদ মাধ্যমের কাছে সেখানকার ইঞ্জিনিয়ররা জানিয়েছেন, এই অংশে কাজ শেষ হতে পারে আগামী ১০ মাসের মধ্যে। যদিও বউবাজারের অংশ নিয়ে বেশ কিছুদিন ধরে সমস্যা চলছে।

   

এদিকে এসপ্ল্যানেড-হাওড়া ময়দান উদ্বোধনের সময় মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছিল, বউবাজার অংশের কাজ অক্টোবরের মধ্যেই শেষ হয়ে যাবে। কিন্তু কিছুদিন আগে ফের নতুন করে সমস্যা দেখা দেয়। বউবাজারের অংশে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের সময় টানেলে জল ঢুকতে শুরু করে।

এমনকি দুর্গাপিতুরি লেনের বাড়িগুলিতেও জল ঢুকতে দেখা যায়। ফের নতুন করে আতঙ্কের সৃষ্টি হলে শেষে বাড়িগুলি খালি করে দেওয়া হয়। তবে কিছুদিন আগে মেট্রো রেল জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি জানিয়েছিলেন, বউবাজারের ২০০ মিটার অংশ খুব জটিল। তার জন্য খুব ধীরে ধীরে সমস্ত সুরক্ষা মেনে কাজ করা হচ্ছে।

তাই এখনই তারা এ নিয়ে কোনওরকম ডেডলাইন দিতে চান না। তবে এখন এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান ৪.৮ কিলোমিটার অংশে পরিষেবা চালু রয়েছে। এদিকে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত ৯.৪ কিলোমিটার অংশে মেট্রো পরিষেবা চালু রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, যাত্রী সুরক্ষার কথা ভেবে বউবাজারের এই জটিল অংশে খুব সতর্কতা মেনে কাজ করতে হচ্ছে।

তাই বউবাজারের এই অংশে ইস্ট-ওয়েস্ট মেট্রো চালানোর আগে বিভিন্ন বিষয় নিয়ে নিশ্চিত হতে চাইছে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। তবে এখনও পর্যন্ত মনে করা হচ্ছে, আগামী ১০ মাসের মধ্যে পুজোর আগে গোটা ১৬.৬ কিলোমিটার রুটে শুরু হতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা।