আর কয়েক ঘণ্টার অপেক্ষা, Royal Enfield আনছে প্রথম ইলেকট্রিক বাইক, কেমন হবে…

রাত পোহালেই ভারতের বাজারে পা রাখতে চলেছে রয়্যাল এনফিল্ডের (Royal Enfield) প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল। তাই এখন সেদিকেই নজর সকলের। দেশের প্রথম সারির রেট্রো বাইক নির্মাতার…

Royal-Enfield's-Electric-Bike

রাত পোহালেই ভারতের বাজারে পা রাখতে চলেছে রয়্যাল এনফিল্ডের (Royal Enfield) প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল। তাই এখন সেদিকেই নজর সকলের। দেশের প্রথম সারির রেট্রো বাইক নির্মাতার বৈদ্যুতিক অবতারটি কেমন ফিচার সহ আসবে, তা নিয়ে অনুরাগীদের কৌতুহলের অন্ত নেই। ৪ নভেম্বর অর্থাৎ আগামীকাল EICMA 2024-এর মঞ্চে আত্মপ্রকাশ করবে এটি। 

ইতিমধ্যেই আসন্ন ইলেকট্রিক বাইকের একাধিক টিজার প্রকাশ করেছে সংস্থা। সেখান থেকে এই বাইকটি সংস্থার ঐতিহাসিক টু হুইলার Flying Flea-এর উপর ভিত্তি করে আসছে বলে আভাস পাওয়া গিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই মোটরবাইকটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। এবারে Royal Enfield ফের Flying Flea নামের জন্য পেটেন্ট দায়ের করেছে। ফলে আসন্ন ইলেকট্রিক বাইক উক্ত নামে আসার জল্পনা আরও জোরদার হয়েছে। 

   

প্রসঙ্গত, গত মাস অর্থাৎ অক্টোবরে Royal Enfield-এর ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ লাল’কে একটি ইলেকট্রিক বাইক চালাতে দেখা যায়। বার্সেলোনার রাস্তায় এই বাইক রাইডিংয়ের সময় দেখা যায় তাঁকে। তবে সেটি সংস্থার চিরাচরিত অ্যাডভেঞ্চার টুরার মডেল ছিল না। বরং সেটি একটি সিটি বাইক। আবার একটি প্যারাসুটের মাধ্যমে আকাশপথে উড়িয়ে বাইকটিকে ল্যান্ড করতে দেখা যায়। 

MG Windsor EV নিয়ে বড় সাফল্যের ঘোষণা সংস্থার, কতজন কিনলেন এই গাড়ি?

ছবিতে দেখা গেছে, বাইকটির সঙ্গে সংস্থার Classic রেঞ্জের মডেলগুলির অনেকাংশে মিল রয়েছে। কিন্তু প্রোডাকশন মডেলে পুরোদস্তুর নয়া ডিজাইনের দেখা মিলতে পারে। স্পাই শটে দেখা গেছে, বাইকটিতে রয়েছে এলইডি হেজল্যাম্প, এলইডি টার্ন ইন্ডিকেটর, অ্যাডজাস্টেবল ব্রেক লিভার এবং সুইচগিয়ার। এগুলি আইসিই মডেল থেকে নেওয়া হয়েছে। এছাড়া রয়েছে টিএফটি স্ক্রিন, যা Guerrilla 450 এবং Himalayan 450-এও উপস্থিত। 

Hero MotoCorp এই জনপ্রিয় বাইকের এবার নতুন অবতার আনছে, কেমন হবে দেখুন

এখনও পর্যন্ত, আসন্ন বৈদ্যুতিক মোটরসাইকেলের রেঞ্জ, স্পেসিফিকেশন এবং ব্যাটারির আকার সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি। তবে আকার এবং স্লিম ডিজাইনের আভাস পাওয়া গেছে। আশা করা হচ্ছে, Royal Enfield এটিকে শহরের রাস্তায় চলাচলের উপযোগী মডেল হিসাবে আনবে। এতে দ্রুত চার্জিং অফার করা হতে পারে।

কেনার খরচ কম, ছট পুজোর দিন বাজার সরগরম করতে আসছে নতুন ই-বাইক

এছাড়াও, আসন্ন রয়্যাল এনফিল্ড ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ডের পুরো পোর্টফোলিওতে সবচেয়ে দামি পণ্য হিসাবে আসবে বলে আশা করা হচ্ছে। রয়্যাল এনফিল্ড তার আসন্ন বৈদ্যুতিক মোটরসাইকেলের দাম কত রাখতে পারে, তা জানা যায়নি।