আইএসএলে অভিনব রেকর্ড আলাউদ্দিনের, চমকে দিলেন সকলকে

ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ জয়ের মধ্য দিয়ে মরসুম শুরু করেছে নর্থইস্ট ইউনাইটেড (Northeast United FC)। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছে দলের সকল ফুটবলারদের।তারপর সেই ধারা বজায় রেখে…

Northeast United's Alaeddine Ajaraie

short-samachar

ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ জয়ের মধ্য দিয়ে মরসুম শুরু করেছে নর্থইস্ট ইউনাইটেড (Northeast United FC)। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছে দলের সকল ফুটবলারদের।তারপর সেই ধারা বজায় রেখে ইন্ডিয়ান সুপার লিগ শুরু করে পেদ্রো বেনালির ছেলেরা। প্রথমেই তাঁরা পরাজিত করে মহামেডান স্পোর্টিং ক্লাবকে। নিজেদের প্রথম ম্যাচেই গোল করে সকলের নজর কেড়েছিলেন আলাউদ্দিন আজিরেই (Alaeddine Ajaraie)। শুধুমাত্র সেই ম্যাচ নয়। পরবর্তীতে যত সময় এগিয়েছে তাঁর অনবদ্য পারফরম্যান্সের সাক্ষী থেকেছে সকলে। পরবর্তীতে মোহনবাগান সুপার জায়ান্টের কাছে দল ধাক্কা খেলেও নিজের লক্ষ্যে অবিচল ছিলেন তিনি।

   

Also Read | ISL 2024: আলাউদ্দিনের জোড়া গোলে ঘরের মাঠে নর্থইস্টের জয়

এমনকি গত ম্যাচে জামশেদপুর এফসিকে বিরাট বড় ব্যবধানে পরাজিত করার ক্ষেত্রে ও প্রভাব ছিল এই মরোক্কান তারকার। সেই ধারাই বজায় থেকেছে আজ ওডিশা ম্যাচে। আজ ঘরের মাঠে দলকে জয় এনে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থেকেছে আলাউদ্দিনের। করেছেন দুইটি গোল। যারফলে গোল্ডেন বুট জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন তিনি। শুধু তাই নয়, ইন্ডিয়ান সুপার লিগের একমাত্র ফুটবলার হিসেবে উঠে আসলেন যিনি এখনও পর্যন্ত টানা সাতটি ম্যাচে গোল করেছেন।

Also Read | লাল-হলুদকে ছকে ফেলতে কোন অঙ্ক কষছেন আ্যালেক্সিস-ফ্রাঙ্কাদের হেডস্যার

এক কথায় যা বিরাট বড়‌ পাওনা পাহাড়ের এই ফুটবল ক্লাবের কাছে। নয়া সিজনে মুম্বাই, বেঙ্গালুরুর পাশাপাশি কলকাতা ময়দানের তিন প্রধানের তারকা ফুটবলারদের দিকে বিশেষ নজর থাকলেও সবাইকে চমকে দিয়ে গোল্ডেন বুটের অন্যতম দাবিদার হিসেবে উঠে এসেছেন আলাউদ্দিন। তবে সময়ের সাথে সাথে নিজেদের ফর্মে ফিরছেন টুর্নামেন্টের অন্যান্য দাপুটে ফরোয়ার্ডরা। এই পরিস্থিতিতে আদৌ তিনি কতটা সফল থাকেন সেটাই দেখার।

Also Read | “লড়াই এবার শুরু হল….” মহামেডান ম্যাচের আগে নতুন চ্যালেঞ্জ নিলেন অস্কার

আগামী ৮ই নভেম্বর শক্তিশালী বেঙ্গালুরু একটির সঙ্গে লড়াই করবে নর্থইস্ট ইউনাইটেড। এই ম্যাচেও নিজের সেরাটা দিতে চাইবেন পেদ্রো বেনালির ছেলেরা। অপরদিকে জয় ফেরার লক্ষ্য থাকবে বেঙ্গালুরুর। শেষ হাসি কারা হাসে এখন সেদিকেই নজর সকলের।